৯ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে অয়ন মুখোপাধ্যায়ের আলোচিত ছবি ‘ব্রহ্মাস্ত্র’। ইতিমধ্যেই বয়কট ট্রেন্ডের শিকার হয়ে গেছে এই সিনেমা। রণবীর কপুর কোনও বিতর্কিত মন্তব্য করেননি। তবু তাকে বয়কট করার ডাক দেওয়া হচ্ছে নেটপাড়ায়। কারণ, বর্তমানে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়া অভিনেতার পুরনো একটি সাক্ষাৎকারের টুকরো অংশ।
ভিডিওতে অভিনেতা জানিয়েছেন, তার পরিবার আগে পেশোয়ারে থাকত। ফলে তার পরিবারের সকলেই মাংস খেতে পছন্দ করেন। তার কথায়, ‘কিমা, পায়া, বিফ সব খেতে ভালোবাসি আমি। আমি বিগ বিফ লাভার’। রণবীরে সেই সাক্ষাৎকারের এই বিষয়টি উল্লেখ করে হ্যাশট্যাগ দিয়ে বয়কট ‘ব্রহ্মাস্ত্র লিখছেন নেটিজেনরা। কেউ লিখেছেন, ‘উনি গোমাংস খান। আবার শিবের চরিত্রে ‘ব্রহ্মাস্ত্র’তে অভিনয় করেছেন!’ আবার কেউ লিখেছেন, ‘রণবীরে সব সিনেমাই বয়কট করা উচিত!’ কেউ কেউ আবার রণবীরের সমর্থনে লিখেছেন, ‘খাদ্যাভ্যাসের রুচির সঙ্গে অভিনয়ের কী সম্পর্ক? তার যা ইচ্ছে, তাই খাওয়ার স্বাধীনতা রয়েছে।
কিছুদিন আগেও ট্রোলের শিকার হয়েছিলেন রণবীর। ‘ব্রহ্মাস্ত্রে’র প্রোমেশনের জন্য ইউটিউব লাইভে আসেন অভিনেতা। তার সঙ্গী হয়েছিলেন আলিয়া ভাট এবং অয়ন মুখার্জী। কথোপকথনের সময় স্ত্রী আলিয়ার স্থূলতা নিয়ে রসিকতা করে সমালোচনার শিকার হয়েছিলেন রণবীর কপুর। নেটিজেনদের একাংশ তার উপর বেজায় চটে গিয়েছিলেন। তাঁদের দাবি ছিল, রণবীর ভুল করেছেন। সেই সময়ই রণবীরের ছবি বয়কটের ডাক দেওয়া হয়। এরপর প্রকাশ্যে ক্ষমা চান রণবীর কপুর।
আলিয়া ভাটেরের একটি মন্তব্য নিয়েও বয়কটের ডাক উঠেছে। আলিয়া বলেছিলেন, ‘আমি শুধু মুখে নিজের সপক্ষে বলতে পারব না। আপনাদের যদি আমাকে পছন্দ না হয়, আমার সিনেমা দেখবেন না। আমার এ বিষয়ে কিছুই করার নেই’।