The news is by your side.

কয়েকটি আলাদা অভিযানে কিশোর গ্যাংয়ের ৪৪ সদস্য গ্রেপ্তার

0 114

 

কয়েকটি আলাদা অভিযানে কিশোরগ্যাং-এর ৪৪ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। রাজধানীর যাত্রাবাড়ী ও কেরানীগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন এ তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার রাতে যাত্রাবাড়ী ও কেরানীগঞ্জ এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কিশোরগ্যাং-এর ৪৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে কেরানীগঞ্জে রাজেন্দ্রপুর র‌্যাব-১০ এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

Leave A Reply

Your email address will not be published.