The news is by your side.

ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে মেয়ের হাত ধরে দাঁড়িয়ে  কিম!

0 117

উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যম ‘কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি’ শুক্রবার একটি ছবি প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে কোনও এক ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে মেয়ে জুয়ের হাত ধরে দাঁড়িয়ে রয়েছেন কিম। এর আগে কখনও কিম–কন্যাকে প্রকাশ্যে আসতে দেখেননি উত্তর কোরিয়াবাসী।

ধারাবাহিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জেরে গত দু’মাস ধরে উত্তর কোরিয়ার সঙ্গে দক্ষিণ কোরিয়া, জাপান এবং আমেরিকার সঙ্ঘাতের আবহ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে ১৩ বছরের কন্যাকে নিয়ে কিম প্রথম বার প্রকাশ্যে এলেন। ব্রিটেনের গার্ডিয়ান পত্রিকা ২০১৩ সালে জানিয়েছিল জুয়ের জন্মের কথা।

শুক্রবারের আগে কখনও প্রকাশ্যে দেখা যায়নি তাকে। এমনকী কিমের বিয়ের বেশ কিছুদিন পর সরকারিভাবে উত্তর কোরিয়া তা ঘোষণা করেছিল। ২০১১ সাল থেকে উত্তর কোরিয়ার একনায়কের পাশে এক মহিলাকে মাঝে মধ্যে দেখা যেতে শুরু করেছিল। তার পরই জানা যায় যে, তিনি রি সল–জু। কিমের স্ত্রী।

কিছুদিন পরে কয়েকটি পশ্চিমী সংবাদমাধ্যম দাবি করেছিল, ২০১০ সালেই নাকি কিম দম্পতির একটি সন্তান হয়। যদিও তাকে এখনও প্রকাশ্যে দেখা যায়নি। একই ভাবে ২০১৭ সালে কিমের পুত্রসন্তান লাভের ‘খবর’ প্রচারিত হলেও তার সত্যতা এখনও জানা যায়নি।  কিমের দুই কন্যা ও এক পুত্র রয়েছে।

 

Leave A Reply

Your email address will not be published.