লিওনেল মেসি ক্লাব ক্যারিয়ারের সংকটকালীন মুহূর্ত কাটাচ্ছেন। পিএসজিকে এবারও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার ধারেকাছেও নিতে পারেননি। এরপর থেকে পিএসজির সমর্থকেরা ক্ষুব্ধ এই ফুটবল জাদুকরের ওপর।
চ্যাম্পিয়ন্স লিগ ব্যর্থতায় দায়ী করা হচ্ছে মেসিকে। এমন মুহূর্তে মেসিকে বার্সেলোনায় পাড়ি জমাতে বললেন ক্লাবটির মিডফিল্ডার সার্জি রবার্তো।
ইদানিং মেসি মাঠে নামলেই গ্যালারিতে দুয়ো দিচ্ছেন পিএসজি সমর্থকেরা। এটার তীব্র প্রতিবাদ জানিয়েছেন রবার্তো, ‘কেউ বুঝতে পারছে না, মেসি তো প্যারিসে ভালোই ফর্মে আছে। গোল করছে, অ্যাসিস্ট করছে। তবু চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়ার দায় তার ওপর চাপানো হচ্ছে! সে অসাধারণ একজন ফুটবলার। তার সঙ্গে এরকম ব্যবহার করা হচ্ছে দেখে খারাপ লাগছে। সে যদি এখানে (বার্সেলোনা) আসে, তাহলে সর্বোচ্চ সম্মানই পাবে।’
টাকার অভাবে মেসিকে রাখতে পারেনি বার্সেলোনা। চোখের জলে তিনি শৈশবের ক্লাবটিকে বিদায় জানিয়েছিলেন।
ইদানিং মেসির দলবদলের গুঞ্জন চাউর হতেই ফের তাকে বার্সায় আনার কথাও শোনা যাচ্ছে। রবার্তো বলেছেন, ‘মেসির বার্সায় আগমন কে না চায়? আমরা তো হাত বাড়িয়েই আছি। তবে আমরা এই নিয়ে খুব বেশি কথা বলতে চাই না। কারণ এই নিয়ে মেসি, ক্লাব প্রেসিডেন্ট, কোচ অথবা সংশ্লিষ্ট ব্যক্তিরা সিদ্ধান্ত নেবেন। তবে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।’