The news is by your side.

ক্রাইস্টচার্চ মসজিদে হামলা : ব্রেন্টন ট্যারেন্টকে আজীবন কারাদণ্ড

0 398

 

 

ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলা চালিয়ে ৫১ জনকে হত্যার দায়ে অভিযুক্ত অস্ট্রেলিয়ান নাগরিক ব্রেন্টন ট্যারেন্টকে প্যারোলহীন আজীবন কারাদণ্ড দিয়েছেন নিউজিল্যান্ডের একটি আদালত। বৃহস্পতিবার এই রায় দেওয়া হয়।

এর আগে অস্ট্রেলিয়ান নাগরিক ট্যারান্ট দুটি মসজিদে হামলা চালিয়ে ৫১ জনকে হত্যার দায় স্বীকার করে নিয়েছেন। এছাড়া আরো ৪০ জনকে হত্যার চেষ্টা এবং সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট থাকার দায়ে তার বিরুদ্ধে আরো দুটি মামলা করা হয়েছিলো। সবগুলো মামলাতেই দোষী সাব্যস্ত হয়েছেন ট্যারান্ট।

রায়ের সময় বিচারক ট্যারান্টের হামলাকে ‘অমানবিক’ বলে আখ্যায়িত করেন।

রায় ঘোষণার সময় বিচারক ক্যামেরুন ম্যান্ডার বলেন, আপনার অপরাধগুলো এতটাই খারাপ যে আপনাকে মৃত্যুর আগ পর্যন্ত আটকে রাখা হলেও করা হলেও এর সাজা পরিপূর্ণ হবে না।

এদিকে ট্যারেন্ট তার আইনজীবীর মাধ্যমে আদালতে জানিয়েছেন যে প্যারোলহীন আজীবন কারাদণ্ডের বিষয়ে তার কোনো আপত্তি নেই। এর আগে ট্যারান্ট আদালতকে জানিয়েছিল যে রায়ের সময় কোনো বক্তব্য সে রাখবে না।

 

 

Leave A Reply

Your email address will not be published.