ক্রাইস্টচার্চের দু’টি মসজিদে হামলার ঘটনায় অন্তত ৪৯ জন নিহত হয়েছেন। ৪১ জন নিহত হয়েছেন আল নূর মসজিদে এবং ৭ জন মারা গেছেন লিনউড মসজিদের ঘটনায়। আরেকজন হাসপাতালে চিকিৎসা নেওয়ার সময় মারা যান। নিহতদের মধ্যে অন্তত ৩ জন বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত করেছে বাংলাদেশ দূতাবাস। আরও কয়েকজন আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
এদিকে নিউজিল্যান্ডে এ সন্ত্রাসী হামলার ঘটনায় সমবেদনা ও দুঃখ প্রকাশ করেছেন মার্কিন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। এক টুইট বার্তায় যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট লেখেন, নিউজিল্যান্ডের সব মানুষের জন্য মিশেল (স্ত্রী) ও আমি সমবেদনা জানাচ্ছি। বর্বরোচিত ওই হামলায় দুঃখ প্রকাশ করছি এবং মুসলিম সম্প্রদায়ের পাশে রয়েছি। সন্ত্রাসী হামলা তা যেভাবেই হোক, তার বিরুদ্ধে আমাদের ঘৃণা।