ক্রমেই শক্তিশালী হয়ে ভারতের দক্ষিণ-পশ্চিম ও পাকিস্তানের করাচি উপকূলে এগুচ্ছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’। পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে আরও শক্তি সঞ্চয় করে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হবে।
শনিবার (১০ জুন) এক পূবার্ভাসে এ তথ্য জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি)।
আরব সাগরে তৈরি ঘূর্ণিঝড়টি ভারতে আঘাত হানার আশঙ্কা নেই বলে মনে করছে স্থানীয় আবহাওয়া বিভাগ। ভারতের আবহাওয়া বিভাগের বুলেটিনে জানানো হয়, সকাল সাড়ে এগারোটায় বিপর্যয়ের অবস্থান ছিলো পূর্ব মধ্য এবং দক্ষিণ পূর্ব আরব সাগরে। যা গোয়া উপকূল থেকে আটশ’ ৪০ কিলোমিটার ও মুম্বাই থেকে আটশ’ ৭০ কিলোমিটার দূরে। আর পাকিস্তানের করাচি থেকে এর দূরত্ব এক হাজার একশ’ ৭০ কিলোমিটার।
শুক্রবার সকাল থেকে পরবর্তী ৩৬ ঘণ্টায় ‘বিপর্যয়’ আরও শক্তি সঞ্চয় করে দুইদিনের মধ্যে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাবে। ঝড়টি মহারাষ্ট্রে আছড়ে পড়ার আশঙ্কা বৃহস্পতিবার জানানো হলেও পরদিন এই অবস্থান থেকে সরেছে ভারতের আবহাওয়া অধিদপ্তর। তারা বলছে, এর প্রভাবে প্রবল ঝড়-বৃষ্টি হলেও ভারতে এটি না-ও আঘাত হানতে পারে। ধারণা করা হচ্ছে, ঝড়টি ওমান-পাকিস্তানের পূর্ব উপকূলের দিকে আঘাত হানতে পারে। আবার অনেকের ধারণা, ঝড়টি ভারতের গুজরাট এবং পাকিস্তানের সিন্ধ উপকূলে আঘাত হানবে।
দেশটির আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’র প্রভাবে আগামী ১৩ জুন রাত থেকে ১৪ জুন সকাল পর্যন্ত সিন্ধ-মাকরান উপকূলে বজ্রবৃষ্টি, অতিবৃষ্টি ও ঝড়ো বাতাস বইতে পারে। এছাড়া এর প্রভাবে ২৫ থেকে ২৮ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে।
এদিকে, ভারতের গুজরাট, কেরালা ও কর্ণাটক উপকূলে সতর্কতা জারি করা হয়েছে। লক্ষদ্বীপ এবং ওই তিন রাজ্যের জেলেদের সমুদ্রে মাছ ধরতে যেতে বারণ করা হয়েছে।