The news is by your side.

ক্যামেরার পিছনের কাজ সব সময় আমায় আকর্ষণ করে:  মধুমিতা

0 112

 

শিলাদিত্য মৌলিকের নতুন ছবির জন্য শুটিং করছিলেন অরুণাচল প্রদেশে। সদ্য মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘চিনি ২’। এত দিন শুধুই ‘এসভিএফ’ প্রযোজিত ছবির মুখ ছিলেন মধুমিতা। তবে ধীরে ধীরে নিজের ব্যাপ্তি বাড়াচ্ছেন নায়িকা। নতুন প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করছেন। ‘কুলের আচার’-এর পর আবারও বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধেছেন মধুমিতা। নতুন ছবির শুটিংয়ে নিজের আরও একটি নতুন দিক খুঁজে পেলেন অভিনেত্রী।

একটি ভিডিয়ো ইনস্টাগ্রামে পোস্ট করেছেন নায়িকা। যে ভিডিয়োয় দেখা যাচ্ছে, ক্যামেরার সামনে শট দিচ্ছেন না। উল্টে ক্যামেরা হাতে অরুণাচলের কোনও জঙ্গলে শট নিচ্ছেন। বৃষ্টির মাঝেই চলল শট নেওয়া। বাকি কুশলীরা ভিড় করে দেখছেন নায়িকার ক্যামেরাশৈলী। বৃষ্টির জল যাতে গায়ে না লাগে, তাই এক জনকে দেখা গেল মাথায় ছাতা ধরে থাকতে। আর এই কাজটি করতে পেরে খুশি নায়িকাও। শিলাদিত্যের নতুন ছবির ক্যামেরার দায়িত্বে রয়েছেন অয়ন শীল।

তাঁকে সম্বোধন করে ইনস্টাগ্রামে নায়িকা লেখেন, “আমি জানি না, কেন ক্যামেরার পিছনের কাজ সব সময় আকর্ষণ করে আমায়। আর আমায় এই ভাবে ক্যামেরা নিয়ে কাজ করতে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমাদের সিনেম্যাটোগ্রাফার অয়ন শীলের সহকারী হিসাবে কয়েক দিনের জন্য রাখা হয়েছে।”

সঙ্গে বেশ কিছু হাসির স্টিকার। তবে মধুমিতার এই ভিডিয়োকে কেন্দ্র করেও নানা ধরনের সমালোচনা শুরু হয়েছে। কেউ লিখেছেন, “আগে ঠিক করে অভিনয় করুন। তার পর ক্যামেরার কাজ করবেন।” যদিও এই সব মন্তব্যের কোনও উত্তর দেননি নায়িকা। শিলাদিত্যের নতুন ছবির প্রথম ধাপের শুটিং শেষ। এই ছবিতে বিক্রম এবং মধুমিতা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে দর্শনা বণিককে।

Leave A Reply

Your email address will not be published.