The news is by your side.

ক্যান্সার আক্রান্ত অভি সাহার উন্নত চিকিৎসার জন্য ১০ লাখ টাকা প্রয়োজন

0 904

 

অভি সাহা। ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এ বি.এসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অধ্যয়নরত।তার পিতা একজন ডিম বিক্রেতা।মাসখানেক আগে অভি সাহা অসুস্থ হওয়ায় প্রাথমিকভাবে দেশ এ তার চিকিৎসা শুরু হয়। ক্যান্সার হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ভারতের মুম্বাইতে টাটা মেমোরিয়াল ক্যান্সার হাসপাতালে চিকিৎসা করানো হয়। তার প্রায় ৫ লাখ টাকা চিকিৎসা খরচ ব্যয় হয়েছে।ডাক্তারদের পরামর্শ – জরুরি অপারেশন ;সবমিলিয়ে খরচ হবে ১০ লাখ টাকা।যা অভি সাহা এবং তার পরিবার, আত্মীয় স্বজন এর পক্ষে বহন করা দুষ্কর।

নাম :আভি সাহা মোবাইল নং :01934-505606 বিকাশ নং: 01911-653322 /01934-505606 (personal) একাউন্ট নংঃ DBBL 107-151-203595 (savings)। সাগর চন্দ্র শীল(মোবাইল নং)-01719948556. বিকাশ(পার্সোনাল)-01827351100

 

Leave A Reply

Your email address will not be published.