The news is by your side.

ক্যাটরিনা কাইফ প্রেগন্যান্ট ?

0 111

 

ক্যাটরিনা কাইফ, মা হতে যাচ্ছেন ! ২০২১ সালের ডিসেম্বরে অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে বিয়ের পর থেকেই অভিনেত্রীর গর্ভধারণের গুঞ্জন ভেসে বেড়াচ্ছে।

মা হতে যাচ্ছেন অভিনেত্রী, তাই পোশাকে পরিবর্তন এনেছেন- এমন অনেক মন্তব্যে সরগরম থাকে অনলাইন। এবার ক্যাটরিনার নতুন কিছু ছবি প্রকাশের পর থেকে নতুন করে সেই গুঞ্জন ফের মাথাচাড়া দিয়ে ওঠল!

লোহরি উৎসব উদযাপন করে ফিরেছেন ক্যাটরিনা। বিমানবন্দরে সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়েন অভিনেত্রী। একটি ঢিলেঢালা হলুদ কুর্তা এবং ম্যাচিং পায়জামা পরা ক্যাটরিনা বরাবরের মতোই নজর কেড়েছেন। তবে আলোচনাটা ক্যাটরিনার পোশাককে ঘিরেই। নিজের স্বভাবসুলভ পোশাক থেকে বিরত রয়েছেন অভিনেত্রী। নিয়মিত পরছেন ঢিলেঢালা আরামদায়ক পোশাক।

ছবিগুলো ইন্টারনেটে প্রচারে সঙ্গে সঙ্গেই ভক্ত-অনুরাগীতের লাইক-কমেন্টের ঝড় উঠেছে। তার এক ভক্ত লিখেছেন, ‘ঈশ্বরের সবচেয়ে সুন্দর সৃষ্টি।’ অন্য একজন লিখেছেন, ‘উজ্জ্বল আভায় আলোকিত করল ক্যাটরিনা।’

তবে অনেকেই অভিনেত্রীর গর্ভবতী হওয়ার বিষয়টি সামনে এনেছেন। একজন মন্তব্যে জানিয়েছেন, ‘ক্যাটরিনাকে গর্ভবতী বলে মনে হচ্ছে।’ অপর একজন প্রশ্ন ছুড়ে দিয়ে বলেছেন, ‘ক্যাটরিনা সত্যিই গর্ভবতী?’ কারো কারো মতে, নিজের গর্ভাবস্থা আড়াল রাখার সর্বোচ্চ চেষ্টা করছেন অভিনেত্রী।

বিগত বেশ কিছুদিন ধরেই ক্যাটরিনাকে ঢিলেঢালা পোশাকে দেখা যাচ্ছে। তার স্বাভাবিক চেহারা ও সাজসজ্জা থেকে আলাদা দেখা যাচ্ছে অভিনেত্রীকে। তার স্টাইলে এই পরিবর্তনটি অনেক ভক্তের দৃষ্টি আকর্ষণ করছে। তাদের মতে, অভিনেত্রী প্রেগন্যান্ট। তবে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি ক্যাটরিনা কাইফ। এমনকি এই গুঞ্জনকে অস্বীকার করেও কোনো বক্তব্য দেননি।

Leave A Reply

Your email address will not be published.