The news is by your side.

ক্যাটরিনা কাইফ কবে মা হবেন? মুখ খুলেছেন ক্যাট

0 124

ক্যাটরিনা কাইফ কবে মা হবেন, এ নিয়ে মনে হয় নেট–জনতার চিন্তার শেষ নেই। ভিকি কৌশলের সঙ্গে গাঁটছড়া বাঁধতে না বাঁধতেই ক্যাটের মা হওয়া নিয়ে নানান গুঞ্জন শুরু হয়ে গিয়েছিল বিটাউনে।

কোনো ক্লিনিকের বাইরে বা ঢিলেঢালা পোশাকে তাঁকে দেখলেই এই গুঞ্জন আরও জোরালো হয়ে উঠত। সম্প্রতি মুম্বাই বিমানবন্দরের বাইরে ক্যাটের পোশাককে ঘিরে আবার ফিসফিস শুরু হয়ে গিয়েছিল। তবে এবার তিনি নিজেই এ ব্যাপারে মুখ খুলেছেন।

বলিউড লাইফের এক প্রতিবেদনে ক্যাটরিনা সন্তান নিয়ে পরিকল্পনা খোলাসা করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, ভিকি আর ক্যাট এখনই দুই থেকে তিন হতে চান না।

ক্যাটের দুটি ছবির শুটিং সম্পূর্ণ হলেই তাঁরা পরিবারে নতুন সদস্য আনার কথা ভাববেন। এই বলিউড নায়িকার হাতে এখন বেশ কিছু প্রকল্প আছে।

একদিকে তিনি সালমান খানের সঙ্গে ‘টাইগার ৩’ ছবিতে অভিনয় করছেন। এই ছবির কাজ এখনো সম্পূর্ণ হয়নি। ক্যাটকে শ্রীরাম রাঘবনের ‘মেরি ক্রিসমাস’ ছবিতে দেখা যাবে। থ্রিলারধর্মী এ ছবিতে তাঁর সঙ্গে আছেন দক্ষিণি সুপারস্টার বিজয় সেতুপতি।

 

 

 

Leave A Reply

Your email address will not be published.