নির্মাণের শুরু থেকেই আলোচনায় রয়েছে সালমান খান ও ক্যাটরিনা কাইফের ‘টাইগার থ্রি’ সিনেমাটি। আসছে দীপাবলিতে মুক্তি প্রতীক্ষিত সিনেমাটিতে টাইগারের চরিত্রে ফিরছেন সালমান খান। অন্যদিকে জোয়ার চরিত্রে দেখা যাবে ক্যাটরিনাকে। এছাড়াও সিনেমাটিতে খলনায়কের চরিত্রে অভিনয় করছেন ইমরান হাশমি।
একই নীতিতে সালমানের ছবিতেও শাহরুখের উপস্থিতিকে বড় আকারেই তৈরি করতে চাইছেন নির্মাতারা। তবে সেখানেই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয় তাকে। নির্মাতাদের পরিকল্পনায় জল ঢেলে দিয়েছে ঘনিষ্ঠরা। বিশেষ চমক হিসেবে খুব গোপনে শাহরুখের দৃশ্যের শুট আগামী মাসে শুরু করতে চেয়েছিলেন নির্মাতারা। কোন ভূমিকায় শাহরুখ উপস্থিত হবেন সেটা পুরো গোপন রাখতে চেয়েছিলেন।
কিন্তু শুটিংয়ের আগেই শাহরুখ ও সালমানের চরিত্র প্রকাশ পেয়ে গেছে! ভারতীয় গণমাধ্যমগুলো ঘনিষ্ঠ সূত্রের বারাত দিয়ে প্রকাশ করেছে, শাহরুখ ও সালমানকে নিয়ে ছবিতে জেল থেকে পালানোর একটি দৃশ্য রাখা হয়েছে। গল্পের প্রয়োজনে টাইগারকে জেল থেকে পালাতে হবে। বন্ধুকে সাহায্য করতেই সেখানে হাজির হবে পাঠান।’
এমন খবর প্রকাশের পর বেশ বিব্রত সিনেমাটির শিল্পী-কলাকুশলীরা। যদিও ফাঁস হওয়া তথ্য আদৌ সঠিক কি-না তা নিয়ে কোনো মন্তব্য করেননি তারা।