The news is by your side.

ক্যাটরিনার সঙ্গে চুম্বন দৃশ্য:  বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছিল শাহরুখকে

0 144

 

পর্দায় চুম্বন দৃশ্যে অভিনয় করেন না সালমান খান। একই নিয়ম অনেক দিন পালন করে এসেছেন শাহরুখ খানও। তবে একবার এই নিয়ম ভাঙতে হয়েছিল শাহরুখকে।

২০১২ সালে যশ চোপড়ার ‘যব তাক হ্যায় জান’ ছবিতে অভিনয় করেন শাহরুখ খান। এ ছবিতে ক্যাটরিনা কাইফের সঙ্গে একটি চুম্বনের দৃশ্য ছিল। কিন্তু শাহরুখ তো চুম্বন দৃশ্যে অভিনয় করেন না।

২০১২ সালে ছবিটির প্রচারে গিয়ে এ প্রসঙ্গে শাহরুখ বলেছিলেন, ‘সত্যি বলতে আদি (আদিত্য চোপড়া), ইয়াশজি (যশ চোপড়া) ও ক্যাটরিনা জানতেন, এটা আমার জন্য কতটা বিব্রতকর পরিস্থিতি। তাঁরা শুরুতে আমাকে বলেন, এটা (চুম্বন দৃশ্য) করতে হবে না, পরে করতে একরকম বাধ্য করান।’

শুটিং সেটের প্রায় ১০০ মানুষের সামনে এ ধরনের দৃশ্যে অভিনয় কতটা বিব্রতকর ছিল, সেটাও জানিয়েছিলেন অভিনেতা।

শাহরুখ জানিয়েছিলেন, পর্দায় দুই ধরনের দৃশ্যে তাঁর আপত্তির কথা, ‘ছবির দুইটি বিষয়ে আপত্তি থাকে, কেউ যখন আমাকে গল্প শোনাতে আসেন, আমি তাঁকে বলি যে ঘোড়ায় চড়া ও চুম্বনের দৃশ্যে আমার আপত্তি আছে।’

শাহরুখের নতুন সিনেমা ‘জওয়ান’ চলতি বছরই মুক্তি পাওয়ার কথা। অ্যাটলি কুমারের এই ছবিতে শাহরুখ ছাড়া আছেন নয়নতারা, সঞ্জয় দত্ত, বিজয় সেতুপতি প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.