চিত্রনাট্য নির্বাচনে ভীষণ খুঁতখুঁতে বলিউড তারকা কাজল। কিছুদিন আগে মুক্তিপ্রাপ্ত ‘সালাম ভেঙ্কি’ সিনেমাও তিনি ফিরিয়ে দিয়েছিলেন। এ সিনেমার চিত্রনাট্য নিয়ে কোনো প্রশ্ন ছিল না কাজলের, পছন্দই হয়েছিল। কিন্তু বিরল রোগে আক্রান্ত মৃত্যুপথযাত্রী এক ছেলের মায়ের চরিত্রে অভিনয় করতে চাননি তিনি।
শেষ পর্যন্ত নির্মাতা রেবতি তাঁকে রাজি করিয়েছিলেন। শুধু এটি নয়, শেষ কয়েকটি ছবিতে মায়ের চরিত্রে দেখা গেছে কাজলকে। জেনেবুঝেই কি তিনি এ ধরনের চরিত্র বেছে নিয়েছেন? এমন প্রশ্নের জবাবে কাজল বলেন, ‘আমি একটু বুঝেশুনে ছবি নির্বাচন করি। আর সব সময় ভালো চিত্রনাট্যের সন্ধানে থাকি। কিন্তু সেটা কপালে খুব কমই জোটে। এখন আমি কৌতুকধর্মী ছবির জন্য মুখিয়ে আছি। মানুষ হিসেবে আমি ভীষণই মজার। তাই কমেডি ছবিতে আমি ভালোই অভিনয় করব। চেষ্টায় আছি আমার আগামী ছবি যেন কমেডি হয়। কিন্তু আমার ভাগ্যে কমেডি ছবি জোটেই না।’
রোহিত শেঠি আর অজয় দেবগনের ‘গোলমাল’ ফ্র্যাঞ্চাইজি দারুণভাবে হিট। তাই কাজলকে কি রোহিতের আগামী ছবিতে দেখা যাবে? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাকে কেন “গোলমাল” সিরিজে নেয় না, তা ওরাই বলতে পারবে। প্লিজ, রোহিত আর অজয়কে এ ব্যাপারে জিজ্ঞেস করুন (সশব্দ হেসে)।’
সামাজিক যোগাযোগমাধ্যমে তারকা, এমনকি তাঁদের সন্তানদের ট্রল করা যেন জলভাত হয়ে দাঁড়িয়েছে এখন। ট্রলের কথা উঠতেই কাজল বলেন, ‘ট্রলিং আমাকে নিশ্চয় প্রভাবিত করে। তবে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার চেষ্টা করি। নিজের সঙ্গে সময় কাটাতে ভালোবাসি। সন্তানদের সঙ্গে হাসি, মজা করে সময় কাটাই। এ ছাড়া আমার সঙ্গী আমার বই। নিজেকে নানাভাবে ব্যস্ত রাখি।’