টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে অনন্য রেকর্ড করেছেন লিটন দাস। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রকাশিত টেস্ট ব্যাটিং র্যাঙ্কিংয়ে লিটন স্থান পেয়েছেন ১২ নম্বরে। তাঁর আগে এই রেকর্ড গড়তে পারেনি কোনো বাংলাদেশি ব্যাটসম্যান।
লিটনের চেয়ে দুই ধাপ পিছিয়ে ১৪ নম্বরে রয়েছেন কোহলি। অন্যদিকে দলে ফিরে ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ৮৪ রান করা মুমিনুল হক ৫ ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন ৬৮ নম্বরে। এছাড়াও প্রথম টেস্টে সেঞ্চুরি ও দ্বিতীয় টেস্টে ফিফটি করা ব্যাটার জাকির হাসান ৭ ধাপ এগিয়ে যৌথভাবে আছেন ৭০ নম্বরে ও নুরুল হাসান সোহান ৫ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৯৩ নম্বরে।
আর বোলারদের মধ্যে দুই ধাপ করে এগিয়েছেন মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। ভারতের বিপক্ষে ৬ উইকেট নেওয়া মেহেদী মিরাজ দুই ধাপ এগিয়ে উঠে এসেছেন ২৯ নম্বরে। অন্যদিকে প্রথম ইনিংসে চার উইকেট নেয়া তাইজুল উঠে এসেছেন ২৮ নম্বরে। এ ছাড়া টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান এক ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন ৩২ নম্বরে।