The news is by your side.

কোপা আমেরিকা শুরু ২০২৪ সালের ২০ জুন

0 149

 

লিওনেল মেসি ২০২৪ সালের কোপা আমেরিকায় খেলতে চান তিনি। দক্ষিণ আমেরিকার ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইটি আবার অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে।

লিওনেল মেসি সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন। যা আসরটিতে বাড়তি মাত্রা যোগ করবে। কাঙিক্ষত ওই কোপা আমেরিকার আসর কবে শুরু হবে জানিয়েছে দক্ষিণ আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল।

আগামী কোপা আমেরিকার আসর শুরু হবে ২০২৪ সালের ২০ জুন। শেষ হবে ১৪ জুলাই। ২০১৬ আসরের পর আবার কোপা আমেরিকা যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে।

কোপা আমেরিকার তারিখ ঘোষণা করে কনমেবলের প্রেসিডেন্ট আলেজান্দ্রো ডমিংগুয়েজ বলেছেন, ‘আমাদের ঐক্য কেবল ঐতিহাসিক এবং আবেগকেন্দ্রিক নয়। ফুটবলের প্রতিও আমাদের সম্মিলিত উৎসাহ আছে। আমরা আমাদের সহযোহিতার প্রকল্প ও উদ্যোগগুলি এগিয়ে নেওয়ার আশা করি।’

কোপা আমেরিকার তারিখ ঘোষণা করে দিনগননা শুরু করেছে কনমেবল। অর্থাৎ তারিখ ঘোষণার দিন থেকে ৩৬৫ দিন পরে অনুষ্ঠিত হবে আসরটি। ওই আসরে অংশ নেবে দশটি দল। কনমেবলের সদস্যভুক্ত দশ দেশ ছাড়াও বাছাইপর্ব খেলে অংশ নেবে কনকাকাফের (উত্তর আমেরিকার দল) ছয় দেশ।

Leave A Reply

Your email address will not be published.