The news is by your side.

কোন রং মেয়েদের ঠোঁটে বেশি মানায়?

0 133

 

নিখুঁত মেক আপে সৌন্দর্য ফুটিয়ে তুলতে ঠোঁটের মেক আপ ঠিকঠাক হওয়া খুব গুরুত্বপূর্ণ। আপনার পছন্দের লিপস্টিকটি যদি হয় নজরকাড়া এবং পরার কায়দায় যদি থাকে নতুনত্ব, তবেই আর পাঁচ জনের ভিড়েও আপনার উপস্থিতি টের পাবেন সকলে! তবে গায়ের রং উজ্জ্বল না হলে কী রঙের লিপস্টিক মানাবে, তা নিয়ে সমস্যায় পড়েন অনেকেই।

হরেক ব্র্যান্ডের লিপস্টিকের নতুন সম্ভারে ভরে ওঠে প্রসাধনের জগৎ। কোন তিন রঙের লিপস্টিক আপনার সম্ভারে থাকতেই হবে, রইল তার হদিস।

বাদামি: গায়ের রং যেমনই হোক না কেন, এই রঙের একটা লিপস্টিক আপনার সম্ভারে রাখা ভাল।

১) লরিয়াল কালার রিচ সিনামন টোস্ট

২) মেবেলিন নিউ ইয়র্ক চিলি নিউড

৩) ল্যাকমে নাইন টু ফাইভ প্রাইমার, ম্যাট লিপ কালার এমবি১৩ ক্যারামেল কাট

রাস্ট: বাদামির কাছাকাছি এই শেডও সবার মুখে ভাল মানায়। বিয়েবাড়ি হোক কিংবা অফিস পার্টি, ছিমছাম সাজে সকলের নজর কাড়তে চাইলে রাস্ট রঙের একটি লিপস্টিক নিজের সংগ্রহে রাখতেই পারেন।

১) মেবেলাইন নিউ ইয়র্ক সুপারস্টে ম্যাট ইঙ্ক লিকুইড লিপস্টিক

২) কালার বার টেক মি অ্যাস আই এম লিপস্টিক ইন সিনফুল অরেঞ্জ

৩) প্লাম ম্যাটারিফিক লিপস্টিক অন পিচ

মেরুন: গায়ের রং খুব উজ্জ্বল না হলেও মেরুর রঙের লিপস্টিক কিন্তু সব রকম সাজের সঙ্গেই ভাল যায়। সীমিত সাজে লোকের নজরে আসতে লাইলে মেরুন লিপস্টিকেই সেজে উ‌ঠতে পারেন।

১) ম্যাক কসমেটিকস ডিভা

২) ল্যাকমে অ্যাবসিলিউট ম্যাট রেভোলিউশন লিপস্টিক বারগ্যান্ডি ব্লাস্ট

৩) সুগার-৩০ মালবেরি টেল

 

Leave A Reply

Your email address will not be published.