The news is by your side.

“কোনো নির্দিষ্ট দলের সঙ্গে নয়, আমাদের সম্পর্ক বাংলাদেশের জনগণের সঙ্গে”

0 117

কোনো নির্দিষ্ট দলের সঙ্গে নয়, ভারতের সম্পর্ক বাংলাদেশের জনগণের সঙ্গে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী।

সোমবার  দিল্লিতে সফররত বাংলাদেশের সাংবাদিক প্রতিনিধি দলের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। এ সময় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নিয়ে ভারতের অবস্থান তুলে ধরেন তারা।

বাংলাদেশের বিরোধী দলগুলোর তত্ত্বাবধায়ক সরকার দাবির প্রসঙ্গে বাগচী বলেন, ‘বাংলাদেশের সংবিধানে যা বলা আছে, হয়তো সেটাই হবে। বাংলাদেশের বিষয়ে সে দেশের জনগণই সিদ্ধান্ত নেবে। আমরা চাই, বাংলাদেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকুক। আমাদের সম্পর্ক কোনো নির্দিষ্ট দলের সঙ্গে নয়. বাংলাদেশের জনগণের সঙ্গে।’

ব্রিকসে বাংলাদেশের সদস্যপদ না পাওয়ার ক্ষেত্রে ভারতের বিরোধিতা ছিল না বলে উল্লেখ করে তিনি আরও বলেন, এসব তথ্য যারা ছড়ায় তারা ব্রিকসের সম্প্রসারণ প্রক্রিয়া জানে না।

বাংলাদেশকে এগিয়ে নিতে চায় ভারত। তারই অংশ হিসেবে নয়াদিল্লিতে জি-২০ সম্মেলনে বাংলাদেশকে বিশেষভাবে আমন্ত্রণ দেশটি।বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নতুন মাত্রায় এগোচ্ছে উল্লেখ করে দেশটির এক যুগ্ম সচিব স্মিতা পান্থ বলেন, দুই দেশের সম্পর্ক নতুন মাত্রায় এগোচ্ছে।

উন্নয়ন সহযোগী হিসেবে বাংলাদেশের সঙ্গে ভারতের ৪৬টি প্রকল্প চলমান রয়েছে এবং ৬৪টি ক্ষুদ্র বিনিয়োগও আছে উল্লেখ করেন স্মিতা পান্থ।

 

Leave A Reply

Your email address will not be published.