The news is by your side.

কোচ দেশমের সিদ্ধান্তে ক্ষুব্ধ বেনজিমা জানালেন ‘আমি আগ্রহী নই। ’!

0 134

বিশ্বকাপ শুরুর আগেই বড় ধাক্কা খায় ফ্রান্স। চোটে পড়ে বিশ্বকাপ থেকে ছিটকে যান ফরোয়ার্ড করিম বেনজিমা। চোটের খবরে দিদিয়ের দেশম ভেবেছিলেন, নক আউটের আগে সুস্থ হয়ে উঠবেন করিম। পরে সেটা সম্ভব নয় বুঝে ফ্রান্স কোচ ফেরত পাঠিয়ে দেন এই স্ট্রাইকারকে।

কিন্তু দেশমের এমন সিদ্ধান্ত ভালো লাগেনি স্বয়ং বেনজিমার। থাকতে চেয়েছিলেন বিশ্বকাপ স্কোয়াডের সঙ্গেই। কোচের সিদ্ধান্তে নাকি ক্ষুব্ধ ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। এমনটিই জানিয়েছে স্পেনের একটি সংবাদমাধ্যম লিবার্তাদ ডিজিটাল।

একই প্রতিবেদনে আরো বলা হয়েছে, ঊরুর চোট থেকে সেরে উঠতে চিকিৎসকরা তিন সপ্তাহ সময় বেঁধে দিলেও তার আগেই সুস্থ হয়ে উঠেছেন করিম বেনজিমা। রিয়াল মাদ্রিদে ফিরে মাত্র তিন দিনের চিকিৎসার প্রয়োজন হয়েছে তাঁর। শারীরিক কোনো সমস্যা ছাড়াই গত পরশু রিয়াল মাদ্রিদের হয়ে একটি প্রস্তুতি ম্যাচও খেলেছেন ৩৪ বছরের এই স্ট্রাইকার।

টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেছে ফ্রান্স। তাই বাতাসে গুঞ্জন, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে দেখা যাবে বেনজিমাকে। কিন্তু এই ফরোয়ার্ডের ফেরার প্রশ্নে সঠিক উত্তর মেলেনি ফরাসি কোচ দিদিয়ের দেশমের কাছ থেকে।

তাকে একাদশে খেলানো হবে কি না, এমন প্রশ্নের জবাবে সংবাদ সম্মেলনে বিরক্তি প্রকাশ করে ফ্রান্স কোচ দেশম বলেছিলেন, ‘আমি এ প্রশ্নের উত্তর দিতে চাই না। দয়া করে পরের প্রশ্নটি করুন। ’

এদিকে ইনস্টাগ্রামে বেনজেমার পোস্ট ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। নিজের ছবি পোস্ট করে ক্যাপশনে বেনেজমা লিখেছেন, ‘আমি আগ্রহী নই। ’ স্রেফ এটুকুই। ফুটবল বিশ্লেষক এবং সমর্থকরা মনে করছেন, দেশমের ওপর অভিমান করেই বেনজেমা বিশ্বকাপ ফাইনালে খেলতে না চাওয়ার দিকেই ইঙ্গিত করেছেন। আবার কেউ বলছেন, তিনি হয়তো অভিমানে গ্যালারিতেও উপস্থিত থাকবেন না! আসলে কী হবে, তা জানা যাবে রবিবার রাত ৯টার পর।

Leave A Reply

Your email address will not be published.