কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় ‘প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড’র কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে অগ্নিদগ্ধ অবস্থায় একজনের মরদেহ পাওয়া গেছে। আগুনে দগ্ধ হয়েছেন অন্তত ২৫ জন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এএসপি রামানন্দ সরকার নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার বিকেল সাড়ে চারটার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানা যায়। পরে সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি শাহজামান বলেন, ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার পর কারখানার ভেতরে ডাম্পিংয়ের কাজ করছেন। তবে কীভাবে সেখানে আগুনের সূত্রপাত হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়।
কারখানার ভেতরে আর কারও মৃতদেহ নেই বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপ–সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান।