The news is by your side.

কেক কাটার ছবি নিয়ে কটাক্ষের শিকার ঊর্বশী রাওতেলা

0 104

 

কিছুদিন পরপরই কাজের বাইরে ব্যক্তিজীবন নিয়ে শিরোনামে আসেন অভিনেত্রী ঊর্বশী রাওতেলা। এমনকি নেটদুনিয়ায় হরহামেশাই ট্রলের শিকার হন তিনি। এবার আরো একটি কাজ দিয়ে ট্রলের শিকার হলেন।

তারকাদের জন্মদিন মানেই নজরকাড়া চমক। কিন্তু ঊর্বশী রাওতেলা যেন বাকিদের তুলনায় এক ধাপ এগিয়ে। ২৫ ফেব্রুয়ারি ছিল তার জন্মদিন। এই বিশেষ দিনটি উদ্যাপন করতে সোনায় মোড়া কেক কাটলেন ঊর্বশী! কিন্তু কেক কাটার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই কটাক্ষের শিকার হলেন তিনি।

জানা গেছে, ‘লাভ ডোজ ২’ মিউজিক ভিডিওর শুটিংফ্লোরে নিজের জন্মদিন পালন করেন ঊর্বশী। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, হানি তার জন্য এই বিশেষ কেকটির আয়োজন করেন। কেকটি ২৪ ক্যারট সোনার তবক দিয়ে মোড়া। হানির সঙ্গে কেক কাটার ছবি পোস্ট করে ঊর্বশী লেখেন, ‘লাভ ডোজ ২’-এর শুটিংফ্লোরে জন্মদিন পালনের মুহূর্ত। হানি, আমার সফরে পাশে থাকার জন্য তোমাকে ধন্যবাদ।’

ধুমধাম করে জন্মদিন পালন করলেও নেটিজেনরা সোনায় মোড়ানো কেক কাটার জন্য কটাক্ষ করতে পিছপা হননি। কারও মতে, ‘ঊর্বশী কী করে দাবি করছেন যে, তিনিই প্রথম ভারতীয় মহিলা যিনি খাঁটি সোনা দিয়ে তৈরি কেক কেটেছেন!’ অন্যজন লিখেছেন, ‘এ রকম দেখানদারির কী অর্থ, বুঝি না।‘ এমন অসংখ্য নেতিবাচক মন্তব্যে ভরে গেছে ঊর্বশীর কমেন্টবক্স।

Leave A Reply

Your email address will not be published.