The news is by your side.

কৃতি- কারিনা-টাবুর ‘দ্য ক্রু’ মুক্তির নতুন তারিখ পেয়ে উচ্ছ্বসিত অনুরাগীরা

0 100

 

প্রথমবারের মতো অভিনেত্রী কৃতি শ্যানন, কারিনা কাপুর ও টাবুকে একসঙ্গে পর্দায় দেখার অপেক্ষায় আছেন দর্শকরা। যে কারণে শুরু থেকেই এই তিন তারকার ‘দ্য ক্রু’ সিনেমা ঘিরে বেশ কৌতুহল রয়েছে। তবে তাদের মন খারাপ করা খবর দিলেন নির্মাতা রাজেশ কৃষ্ণন। পিছিয়ে গেল সিনেমাটি মুক্তির তারিখ।

২২ মার্চ মুক্তি পাওয়ার কথা ছিল। সেটা পিছিয়ে আগামী ২৯ মার্চ নির্ধারণ করেছেন নির্মাতা। যদিও মন খারাপের খবরের সঙ্গে দারুণ কিছু শেয়ারও করেছেন তিনি। গতকাল নতুন তারিখের সঙ্গে সিনেমাটির টিজার প্রকাশ করা হয়েছে। যা এরইমধ্যে বেশ প্রশংসা কুড়াচ্ছে সিনেপ্রেমীদের।

কারিনা কাপুর তার ইনস্টাগ্রামে দ্য ক্রু সিনেমার টিজার পোস্ট করে  লিখেছেন, ‘তৈরি হয়ে যান, পপকর্ন রেডি রাখুন। আর পরিবেশনার জন্য প্রস্তুত হন। দ্য ক্রু মার্চে মুক্তি পাচ্ছে।‘টিজারে প্রথম একে একে দেখা যায় তিন অভিনেত্রীর নাম। একই সঙ্গে নেপথ্যে পুরুষ কণ্ঠ শোনা যায়। যিনি বলেন, ‘লেডিজ অ্যান্ড জেন্টেলম্যান, আমি আপনাদের ক্যাপ্টেন কথা বলছি। আজকের উড়ানে আপনাদের সকলকে স্বাগত। আমাদের ক্রু আপনাদের খেয়াল রাখবেন। কিন্তু আপনারা দয়া করে আপনাদের চোলি টাইট করে বেঁধে রাখুন। যাতে আপনাদের হূদয় বাইরে না বেরিয়ে আসে।

এরপরই পর্দায় একে একে ফুটে উঠে তিন নায়িকার ছবি। পরনে বিমানসেবিকার লাল পোশাক। হাতে ধরা ট্রলি। যদিও তাদের কারও মুখ এই ভিডিওতে দেখা যায়নি। তবে তারা মুখ লুকালেও নতুন মুক্তির তারিখ পেয়ে বেশ উচ্ছ্বসিত অনুরাগীরা।

Leave A Reply

Your email address will not be published.