The news is by your side.

কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি

0 682

 

ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বৃহস্পতিবার বিকাল ৪টায় বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

দলীয় সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু মেডিকেলে চিকিৎসাধীন কারাবন্দী খালেদা জিয়ার শারীরিক অবস্থা, তার মামলার সবশেষ অবস্থা, নির্বাচন পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট, নির্বাচন নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের শুনানির বিষয়ে কূটনীতিকদের অবহিত করা হবে।

বৈঠকে বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসন, ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকু, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদসহ সিনিয়র নেতারা উপস্থিত আছেন।

এছাড়া কূটনীতিকদের মধ্যে বৈঠকে উপস্থিত আছেন- জাপান, নরওয়ে ও ফিলিস্তিনের রাষ্ট্রদূত। ভারত, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, মিয়ানমার, তুরস্ক, চীন, জার্মানি, যুক্তরাজ্য ও মরক্কোর উপ-রাষ্ট্রদূত। সুইজারল্যান্ডের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ও পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনার উপস্থিত আছেন।

Leave A Reply

Your email address will not be published.