মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের গহীন পাহাড়ি এলাকায় নতুন আস্তানার সন্ধানে অভিযানে নেমেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিসিটিসি)।
মঙ্গলবার সকাল ৭টার দিকে আটক তিন জঙ্গিকে নিয়ে অভিযান পরিচালনা করছেন সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান।
সোমবার সকালে কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের আছকরাবাদ সিএনজি স্ট্যান্ড থেকে স্থানীয় পরিবহন শ্রমিক ও জনতা ১৭ জঙ্গিতে আটক করেন। খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে আসে।
ঢাকা থেকে সিটিটিসি দল সোমবার সন্ধ্যার দিকে ঘটনাস্থলে এসে তাদের জিজ্ঞাসাবাদ করে ইমাম মাহমুদের কাফেলা দলের সদস্য বলে নিশ্চিত হন। তাদের মধ্যে একজন চিকিৎসক ও দুই প্রকৌশলী রয়েছেন বলে জানা গেছে।
আটক জঙ্গিদের মধ্য থেকে তিনজনকে নিয়ে কর্মধা ইউনিয়নের বাইশালী টিলার গহীন অরণ্যাঞ্চলে আর কোন জঙ্গি আস্তানা রয়েছে কিনা তার সন্ধানে অভিযানে নেমেছে সিটিটিসি দল।
মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মনজুর রহমান সিটিটিসি দল কর্মধা ইউনিয়নের অরণ্যাঞ্চলে অভিযানে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।