The news is by your side.

 ‘কুমারী মা’ ইলিয়ানা ডি’ক্রুজ: সন্তানের বাবা কে?

0 134

 

‘কুমারী মা’ ইলিয়ানা ডি’ক্রুজ! এমনই গুঞ্জন বলিউডে। কারণ নায়িকা নিজেই। তিনি ঝড় তুলেছেন সামাজিক পাতায়। খুদেদের জন্য তৈরি পোশাকের ছবি ভাগ করে নিয়েছেন। যার বুকে লেখা, ‘দুঃসাহসিক অভিযানের জন্য তৈরি’। আর একটি ছবিতে ‘মাম্মা’ লেখা পেনডেন্ট। বিবররণীতে লিখেছেন, ‘খুব শীগগিরিই সে আসছে। আমার ছোট্ট পরীর সঙ্গে দেখা করার তর সইছে না!’

দেখতে দেখতে পোস্টটি সামাজিক পাতায় ছেয়ে যায়। অনুরাগীরা তাঁকে শুভেচ্ছায় ভাসিয়ে দিয়েছেন। ইলিয়ানার মা সামিরা ডি’ক্রুজও মেয়ের পোস্টে লিখেছেন, “শীঘ্রই পৃথিবীতে স্বাগত।

আমার পরের প্রজন্মকে দেখার জন্য উদগ্রীব।” পোস্টটিতে প্রতিক্রিয়া জানিয়ে এক ভক্ত মন্তব্য করেছেন,  অভিনন্দন ইলিয়ানা!” অপর এক ব্যবহারকারী লিখেছেন, “আমি আপনার কথা ভেবে খুব খুশি… ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।” পাশাপাশি প্রশ্নও উঠেছে, ইলিয়ানার সন্তানের বাবা কে? অনেকেরই আন্দাজ, ত্যাটরিনা কইফের ভাই অ্যান্ড্রু নীবোন। কারণ, অনেক দিন ধরেই তাঁরা ডেট করছেন।

ইলিয়ানার মা হওয়ার খবর ছড়াতেই নড়ে বসেছে বলিউড। নায়িকা নাকি দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ান ফটোগ্রাফার অ্যান্ড্রু নীবোনের সঙ্গে সম্পর্কে রয়েছেন। যদিও যুগলে তাঁদের সম্পর্ক গোপন রেখেছিলেন।

২০১৯-এ নাকি তাঁদের সম্পর্ক ভেঙে যায়। অতি সম্প্রতি তিনি ক্যাটরিনা কইফের ভাই সেবাস্টিয়ান কইফের সঙ্গে নতুন সম্পর্কে জড়ান। গত জন্মদিনে নাকি ক্যাটরিনার সঙ্গে মালদ্বীপেও গিয়েছিলেন।

Leave A Reply

Your email address will not be published.