The news is by your side.

কী তার রূপের রহস্য, জানালেন জয়া আহসান

0 264

জয়া আহসান। নিজেকে নিয়ে চলেছেন অনন্য উচ্চতায়। তার বয়স নিয়ে কথা হয়, তার সৌন্দর্য-গ্ল্যামার আলোচনার বিষয় নতুন প্রজন্মের অভিনেত্রীদের কাছে।

কী সেই রহস্য যা জয়াকে এখনো অনন্যা  করে রেখেছে? উত্তর দিলেন অভিনেত্রী নিজেই।

নিজের রূপের রহস্য নিয়ে বলতে গিয়ে জানান, ‘মানুষের সৌন্দর্য দুই রকম। একটা বাহ্যিক যা অন্যরা দেখতে পায়। আর একটা ভেতরের সৌন্দয্য থাকে যা মন ধারণ করে। সেটা অন্যরা দেখতে পায় না। যার মনের সৌন্দর্য যতো বেশি তার বাহ্যিক সৌন্দর্যটাও ততো ফুটে উঠে। আমি চেষ্টা করি নিজের মনের যত্ন নিতে।

 

জয়া আহসান রূপচর্চা প্রসঙ্গে বলেন, ‘আমি নিজের রূপচর্চায় হারবাল প্রোডাক্টস ব্যবহার করি। কারণ আমি হারবাল প্রোডাক্টসে আস্থা রাখি।

নিজের অভিনীত ও প্রযোজিত ‘দেবী’ সিনেমাটি মুক্তি পায় জয়া আহসানের। সেটি দিয়ে অভিনয়ে প্রশংসা ও প্রযোজনায় বেশ ভালো সাফল্য পান এই অভিনেত্রী।

Leave A Reply

Your email address will not be published.