The news is by your side.

কি ভয়ঙ্কর পাগলামির সাক্ষী হয়েছিলাম আমরা: মেসি

‘বিশ্বকাপটা জিততে চেয়েছিলাম কিন্তু মানুষের এমন উৎসবে মত্ত হওয়ার কথা স্বপ্নেও ভাবিনি’

0 140

আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ জয়ের এক মাস পূর্ণ হলো আজ। এক মাস পেরিয়ে গেলেও বিশ্বকাপ জয়টা যেনো এখনো অবিশ্বাস্য লিওনেল মেসির কাছে। রোমাঞ্চকর সেই দিনগুলোকে এখন ভীষনভাবে মিস করেন লিওনেল মেসি।

নিজের ভেরিফাইড পেইজে দেওয়া এক স্ট্যাটাসে বিশ্বকাপ চলাকালীন  সেইদিনগুলোর কথা এভাবেই স্মরণ করলেন মেসি….

সবচেয়ে সুন্দর জিনিসটির এক মাস পূরণ হলো কিন্ত এখনো এটা আমার বিশ্বাসই হচ্ছে না। কি ভয়ঙ্কর পাগলামির সাক্ষী হয়েছিলাম আমরা যার শেষটা হয়েছিল বিশ্বকাপ জয়ের মাধ্যমে যেটা আমরা সবাই মনেপ্রাণে চেয়েছিলাম।

চ্যাম্পিয়ন হওয়ার পর এমনিতেই সবকিছু সহজ হয়ে যায়। কিন্তু কি সুন্দর একটা মাস কাটিয়েছিলাম আমরা। আমি আমার সতীর্থদের মিস করি। দিনের পর দিন তাদের সাথে সময় কাটানো, জিমে যাওয়া, বিভিন্ন বিষয়ে আলাপচারিতা আমি সবকিছুই মিস করি।

নিজেদেরর পরিবারের সকলকে খুশি দেখতে পারা যা সবার জন্যই অবিশ্বাস্য এক অভিজ্ঞতা হয়ে থাকবে। স্টেডিয়ামে যাওয়া, স্টেডিয়ামের দর্শকদের এবং আর্জেন্টাইনদের উন্মাদনার সাক্ষী হওয়াও কত সুন্দর অভিজ্ঞতা।

ঈশ্বর আপনাকে অনেক ধন্যবাদ। আমি জানতাম সে আমাকে এটা দেবেই। যেটা আমি ভাবতে পারিনি সেটা হলো বিশ্বকাপ জয়ের পরের অভিজ্ঞতা। আমি স্বপ্নেও মানুষের এমন উৎসবে মত্ত হওয়ার কথা ভাবিনি।

যায় হোক, একটি মাস হয়ে গেলো। আমরা বিশ্বচ্যাম্পিয়ন!

 

 

 

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.