The news is by your side.

কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

0 175

ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। সেখানে এখন বিমান হামলার সাইরেন বাজছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে রুশ ক্ষেপণাস্ত্রকে গুলি করে ভূপাতিত করছে।

দেশটির সরকার জনগণকে সতর্ক করতে জানালা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে। কারণ, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আকাশ থেকে নিচে পড়ছিলো।

সিটি মেয়র ভিটালি ক্লিটসকো বলেছেন, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষগুলো শহরের চিড়িয়াখানাসহ আশপাশের বেশ কিছু জেলাতে পড়েছে।

কিয়েভের এক কর্মকর্তা বলেন, এটি একটি জটিল আক্রমণ, যা একইসঙ্গে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র উভয়ই ব্যবহার করেছিলো।

কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সের্হি পপকো বলেন, এই হামলা এতটা ভয়ানক যে, এটি অল্প সময়ে অধিক ক্ষতিগ্রস্ত করার ক্ষমতা রাখে।

তিনি আরও বলেন, তবে বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই গুলি করে ভূপাতিত করা হয়েছে।

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.