The news is by your side.

কিউবার প্রধানমন্ত্রী ম্যানুয়েল মারেরো ক্রুজ

0 691

 

 

কিউবায় ৪০ বছর পর প্রথমবার প্রধানমন্ত্রী নিয়োগ দিলেন দেশটির প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল।

দেশটির পর্যটনমন্ত্রী ম্যানুয়েল মারেরো ক্রুজকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো ১৯৭৬ সালে প্রধানমন্ত্রীর পদ বাতিল করে দেন। এর পর থেকে দেশটিতে প্রধানমন্ত্রী হিসেবে কেউ নিয়োগ পাননি।

চলতি বছরই পাস হওয়া নতুন সংবিধান অনুসারে দেশের প্রধানমন্ত্রী নিয়োগ দেয়া হয়েছে।

বর্তমানে বেশ কিছু অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে দেশটির প্রেসিডেন্টকে। প্রধানমন্ত্রী ম্যানুয়েল মারেরোকে (৫৬) সেখান থেকে কিছু দায়িত্ব দেয়া হবে।

তবে সমালোচকরা বলছেন এটি একটি মেকি ঘটনা। কারণ কিউবার কমিউনিস্ট পার্টি এবং দেশটির সেনাবাহিনীই সব ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে আসছে। সে ক্ষেত্রে প্রধানমন্ত্রীর আসলেই তেমন কোনো ক্ষমতা নেই।

 

 

Leave A Reply

Your email address will not be published.