The news is by your side.

কাশ্মীরে হামলা, ভারতের পাশে আছে যুক্তরাষ্ট্র:  ট্যামি ব্রুস

0 82

 

সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে ভারতের পাশে থাকার বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) টেলিগ্রাফ ইন্ডিয়ার অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্পষ্ট করেছেন যে যুক্তরাষ্ট্র ভারতের পাশে আছে এবং সন্ত্রাসবাদের সকল কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে।

কাশ্মীরে হামলায় নিহতদের জন্য প্রার্থনা এবং আহতদের আরোগ্য কামনা করেছেন ট্যামি ব্রুস।

মঙ্গলবার কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহতের ঘটনায় পাকিস্তান ও ভারতের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

হামলার দায় স্বীকার করেছে ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ) নামের একটি জঙ্গি সংগঠন। সংগঠনটি পাকিস্তান-ভিত্তিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার একটি শাখা। ধারণা করা হয়, টিআরএফ এর পেছনে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর সমর্থন আছে।

হামলার পেছনে পাকিস্তান জড়িত আছে কিনা এবং ভারত-পাকিস্তানের উত্তেজনা কমাতে ওয়াশিংটন কোনও ভূমিকা পালন করছে কিনা- সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ব্রুস বলেছেন, পরিস্থিতির তীব্রতার কারণে বিষয়টি তুলে ধরা হয়েছে কিন্তু এই মুহূর্তে আর কোনও মন্তব্য করা হবে না।

প্রতিবেশী দুই রাষ্ট্রের চরম উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে দুই পক্ষকে “সর্বোচ্চ সংযম” দেখাতে বলেছে জাতিসংঘ।

 

Leave A Reply

Your email address will not be published.