কাশ্মীরি কন্যা সারগামের মাথায় মিসেস ওয়ার্ল্ড মুকুট
বিভিন্ন দেশের ৬৩ প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয়ী হন সারগাম
২১ বছর ধরে অপেক্ষায় ছিল ভারত। অবশেষে জম্মু ও কাশ্মীরের মেয়ে সারগাম কৌশলের হাত ধরে মিসেস ওয়ার্ল্ডের মুকুট ফিরল দেশটিতে।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আলোঝলমলে আয়োজনে বিবাহিত নারীদের সৌন্দর্য প্রতিযোগিতার চূড়ান্ত আসরে সেরার মুকুট পরিয়ে দেওয়া হয় সারগামকে। সারগামকে শুভেচ্ছা জানিয়ে মিসেস ইন্ডিয়ার এক ইনস্টাগ্রাম পোস্টে বলা হয়, ‘দীর্ঘ অপেক্ষার ইতি ঘটল, ২১ বছর পর আমরা মুকুট ফিরে পেলাম।’
২০০১ সালে ভারত থেকে অভিনেত্রী ও মডেল অদিতি গোবিত্রিকর প্রথমবার এ মুকুট অর্জন করেন। ১৯৮৪ সাল থেকে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এবারের আসরে বিশ্বের বিভিন্ন দেশের ৬৩ প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয়ী হয়েছেন সারগাম। এবারের মিসেস ইন্ডিয়ার বিচারকের দায়িত্বে ছিলেন অদিতি গোবিত্রিকর। সারগামকে শুভেচ্ছা জানিয়ে অদিতি এক ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘অবশেষে মুকুট ফিরে আসায় আমি খুব খুশি। আমি এই যাত্রার অংশ ছিলাম।
৩২ বছর বয়সী সারগাম মডেলিংয়ের পাশাপাশি শিক্ষকতা, কনটেন্ট রাইটার ও চিত্রশিল্পী হিসেবে কাজ করেছেন। জম্মু ও কাশ্মীরে তাঁর জন্ম হলেও সারগাম এখন বাস করেন মুম্বাইয়ে। তাঁর স্বামী আদিত্য মনোহর শর্মা এক নৌ কর্মকর্তা। বছর তিনেক প্রেম করার পর ২০১৮ সালে গাঁটছড়া বেঁধেছেন তাঁরা।
বিয়ের আগে তাঁকে মডেলিংয়ে দেখা যায়নি, বিয়ের পর মডেলিংয়ে যাত্রা করেন সারগাম। স্বামীর উৎসাহে চলতি বছরের জুনে মিসেস ইন্ডিয়া প্রতিযোগিতায় নাম লেখান তিনি। ভারতের ৫৩ প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম হয়ে মিসেস ওয়ার্ল্ডের চূড়ান্ত আসরে অংশ নেন তিনি।