The news is by your side.

কাল ঢাকায় আসছেন বেলজিয়ামের রানি মাথিল্ডি

0 124

তিন দিনের সফরে আগামীকাল বাংলাদেশে আসছেন বেলজিয়ামের রানি মাথিল্ডি । তিনি জাতিসংঘ মহাসচিবের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের জন্য নিয়োজিত ১৭ জন ‘অ্যাডভোকেটের’ একজন হিসেবে এ সফর করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে জানান, বাংলাদেশ সফরের সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করা যাচ্ছে। এ ছাড়াও তিনি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প, একটি পোশাক কারখানা, স্থানীয় স্কুল এবং বন্যার সঙ্গে সম্পর্কিত প্রকল্পগুলোও পরিদর্শন করতে পারেন।

Leave A Reply

Your email address will not be published.