দুই মাসও সময় নেই হাতে। সামনেই ওয়ানডে বিশ্বকাপ। কার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাবে, সেটা এখনও ধোঁয়াশায়।
তামিম ইকবাল অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর নতুন অধিনায়ক খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এজন্য আজ (মঙ্গলবার) বৈঠক করেছে বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা। যদিও অধিনায়ক ঠিক করতে পারেনি।
বিশ্বকাপের আগে আছে এশিয়া কাপ। চলতি মাসের শেষেই পর্দা উঠবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই লড়াই। নতুন ওয়ানডে অধিনায়ক ঠিক করা তাই আরও জরুরি হয়ে উঠেছে। সেকারণেই বৈঠকে বসেছিল বিসিবি। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। তামিমের উত্তরসূরি কে হবেন, সে ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সভা শেষে তেমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদমাধ্যমকে জালাল ইউনুস জানিয়েছেন, ১২ আগস্টের মধ্যে বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করবে বিসিবি। যেহেতু বিশ্বকাপের দল ঘোষণা করার সময় হাতে আছে, তাই আরেকটু আলাপ-আলোচনা করে অধিনায়কের নাম জানাতে চায় তারা।
মিরপুর স্টেডিয়ামে সংবাদমাধ্যমকে জালাল ইউনুস বলেছেন, ‘আপনারা জানেন যে, আজকে আমাদের একটা ইমার্জেন্সি মিটিং ছিল। ইমার্জেন্সি মিটিং ডাকার জন্য একটা কারণ ছিল। সেটা ক্যাপ্টেন্সির ব্যাপারে। মূলত এশিয়া কাপের অধিনায়ক নির্বাচনের কথা ছিল। আমরা আজকে বোর্ড সভায় বসেছিলাম।’তামিম ইকবালের উত্তরসূরি খোঁজার দায়িত্ব বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কাঁধে
তাহলে কেন অধিনায়ক চূড়ান্ত করা গেল না? এ ব্যাপারে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জানিয়েছেন, আজ সিদ্ধান্ত নেওয়া না গেলেও অধিনায়ক খোঁজার দায়িত্বভার পাপনের কাঁধে দেওয়া হয়েছে।
জালাল ইউনুসের ভাষায়, ‘আমরা সবাই মাননীয় বোর্ড সভাপতিকে অধিনায়ক নির্বাচনের জন্য নির্বাচিত করি। অধিনায়ক নির্বাচনের জন্য আমরা তাকেই দায়িত্ব দিয়েছি। তিনি এখন ভেবেচিন্তে যে কয়জন সম্ভাব্য প্রার্থী আছে, তাদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত চূড়ান্ত করবেন। আশা করি, আমরা দুই-তিন দিন, অর্থাৎ ১২ আগস্টের আগে বিস্তারিত জানাতে পারবো।’
তিনি যোগ করেছেন, ‘বিশ্বকাপের দল ঘোষণার জন্য যেহেতু সময় আছে, সেজন্য বিসিবি আরেকটু সময় নিয়ে করতে চায়।’ অধিনায়ক হওয়ার সম্ভাব্য তালিকায় আছেন সাকিব আল হাসান ও লিটন দাস
তাহলে কে হচ্ছেন অধিনায়ক? সম্ভাব্য তালিকায় আছে বেশ কয়েকটি নাম। তাদের মধ্যে সবচেয়ে এগিয়ে সাকিব আল হাসান। আলোচনায় আছেন লিটন দাসও। তামিমের অনুপস্থিতিতে আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচে তিনিই নেতৃত্ব দিয়েছিলেন দলকে। পাশাপাশি বয়সভিত্তিক পর্যায়ে নিয়মিত নেতৃত্বের দায়িত্ব সামলানো মেহেদী হাসান মিরাজও আছেন আলোচনায়।