The news is by your side.

কার্যতালিকা থেকে বাদ ড. ইউনূসের কর ফাঁকির মামলা

0 105

 

ড. মুহম্মদ ইউনূসের ১১শ কোটি টাকার কর ফাঁকির মামলা কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার মামলার প্রস্তুতির জন্য ড. ইউনূসের পক্ষে সময় আবেদন ও রাষ্ট্রপক্ষে আবেদনের শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি মুহম্মদ মাহবুব–উল ইসলাম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন বলেন, জুন মাসের আগে এ মামলার শুনানি শেষ করতে হবে। কারণ বাজেটে এ রাজস্ব দেখাতে হবে। যদি এ মাসে তারিখ না দেওয়া হয়, তবে তিনি প্রধান বিচারপতির কাছে আবেদন করবেন। এ সময় আদালত মামলার দ্রুত শুনানি করতে পারবেন না এমন বিবেচনায় কার্যতালিকা থেকে বাদ দেন।

অ্যাটর্নি জেনারেল আরও জানান, দ্রুত শুনানি হওয়া প্রয়োজন, রাষ্ট্রপক্ষ শুনানির জন্য প্রস্তুত রয়েছে। এ মামলা দ্রুত শুনানির জন্য হাইকোর্টের অন্য বেঞ্চে শিগগিরই তিনি আবেদন করবেন।

অন্যদিকে ড. ইউনূসের আইনজীবী সরদার জিন্নাত আলী বলেন, দ্রুত শুনানির জন্য তারা প্রস্তুত নন, সময় প্রয়োজন।

এদিকে গত রোববার সরকারের পক্ষ থেকে হাইকোর্টে জানানো হয়, ড. ইউনূস ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত ১১শ’ কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়েছেন। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বরাত দিয়ে হাইকোর্টকে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রপক্ষ বলছে, সরকারের পাওনা অর্থগুলোর মধ্যে একটি হলো গ্রামীণ কল্যাণের ৫৭৬ কোটি ৯৪ লাখ ৫৭ হাজার ৮২৩ কোটি টাকা; একই তহবিলের আরেকটিতে ৩৫৪ কোটি ৭৯ লাখ ৮৯ হাজার ৫৪৭ টাকা এবং গ্রামীণ টেলিকমের একটিতে ২১৫ কোটি টাকা।

এর আগে, ইউনূসের প্রতিষ্ঠিত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় সাড়ে ১১০০ কোটি টাকার আয়কর রিটার্নের মামলা চালুর জন্য হাইকোর্টে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

নোবেল বিজয়ী এ অর্থনীতিবিদের ব্যক্তিগত এবং তার প্রতিষ্ঠিত ৯টি প্রতিষ্ঠানের কর সংক্রান্ত তথ্য চেয়ে এনবিআরের কাছে চিঠি দিয়েছিল দুদক। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এনবিআরের সর্বোচ্চ পর্যায় থেকে সংশ্লিষ্ট সার্কেল এবং জরিপ দফতরকে মৌখিক নির্দেশনাও দেয়া হয়েছিল।

Leave A Reply

Your email address will not be published.