The news is by your side.

কারাবাস থেকেই জ্যাকলিনের জন্য ডোনাল্ড ট্রাম্পকে চিঠি!

0 44

 

কারাবাসে রয়েছেন। কিন্তু তার জন্য প্রেমে এক বিন্দুও ঘাটতি নেই সুকেশ চন্দ্রশেখরের। ২০০ কোটি টাকার প্রতারণার অভিযোগ তাঁর বিরুদ্ধে। কিন্তু কারাবাস থেকেই প্রায়ই প্রেমিকা জ্যাকলিন ফার্নান্ডেজ়ের জন্য প্রেমপত্র লিখে পাঠান তিনি। প্রেমিকার জন্মদিনে তাঁর প্রেম উজাড় করে দেওয়া উন্মাদনার কথাও অনেকেই জানেন। এ বার প্রেয়সীর জন্য সোজা চিঠি লিখলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।

আমেরিকার নির্বাচনে জয়ী হওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন সুকেশ। এমনকি ট্রাম্পকে ‘বড়দা’ বলে সম্বোধন করেছেন তিনি। তার সঙ্গে প্রেমিকার জন্য একটি আর্জিও রেখেছেন। সুকেশ তাঁর চিঠিতে লিখেছেন, “আপনার সঙ্গে শেষ সাক্ষাৎ আজও মনে আছে। সেটা প্রায় এক যুগ আগের কথা। আপনি একটা পরামর্শ দিয়েছিলেন। আপনি বলেছিলেন, ‘এই পৃথিবী যেমন, তেমন ভাবেই গ্রহণ করুন, বা আপনি যে ভাবে দেখতে চান, সেই ভাবেই দেখুন।’ সেই কথাগুলো আমার কানে আজ আবার বাজল। আমাকে এমন উৎসাহ, ভালবাসা দেওয়ার জন্য তোমাকে ভালবাসি ভাই।”

আমেরিকায় বিনিয়োগ করার ইচ্ছেও প্রকাশ করেন সুকেশ চন্দ্রশেখর। ডোনাল্ড ট্রাম্প নাকি আরও একটি পরামর্শ দিয়েছিলেন সুকেশকে। আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট বলেছেন, “নিজের প্রেয়সীকে সব সময় সম্মান দিয়ে রাখবেন। সব সময় তাঁকে মাথায় তুলে রাখবেন।” সেই কারণেই নাকি আমেরিকায় এক স্টুডিয়োয় ১৩৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করতে চান তিনি। জ্যাকলিনের জন্যই তাঁর এই বিনিয়োগ পরিকল্পনা।

সুকেশের সঙ্গে সম্পর্কে থাকায় বিতর্কে নাম জড়ায় জ্যাকলিনেরও। ২০২১ সাল থেকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন বলি অভিনেত্রী। আদতে শ্রীলঙ্কার নাগরিক হলেও দীর্ঘ দিন বলিউডের সঙ্গে যুক্ত তিনি। অভিযোগ, সুকেশ চন্দ্রশেখর সমাজের উঁচুতলার ব্যক্তিদের ফাঁদে ফেলে আর্থিক প্রতারণা করতেন।

 

Leave A Reply

Your email address will not be published.