The news is by your side.

কাপ্তাই হ্রদে আটকেপড়া শিক্ষকসহ ১৭৫ শিক্ষার্থী উদ্ধার

0 116

জরুরি সেবা ৯৯৯  এ কল পেয়ে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে আটকেপড়া চট্টগ্রাম কলেজের শিক্ষকসহ ১৭৫ শিক্ষার্থীকে উদ্ধার করেছে জেলা পুলিশ।

ইয়ারিন এলাকায় হ্রদের চরে আটকে থাকা শিক্ষার্থীদেরকে শনিবার (৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উদ্ধার করে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ঘাটে নিয়ে আসা হয়।

চট্টগ্রাম কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আবু তাহের ভূঁইয়া বলেন, শনিবার বিকেলে সাড়ে ৩টার দিকে কাপ্তাই হ্রদে মধ্যে চর এলাকায় আমাদের যাত্রীবাহী লঞ্চটি আটকে। লঞ্চ চালকরা দীর্ঘদিন সময় চেষ্টা করেও লঞ্চটি সরাতে পারেনি। এভাবে দীর্ঘ সময় পার করে সন্ধ্যা হয়ে যায়। আমরা তখন শিক্ষার্থীদের নিয়ে কিছুটা আতঙ্কে পড়ে যাই। যেহেতু পার্বত্য চট্টগ্রাম বিশেষ এলাকা তাই আমরা কিছুটা ভয় পেয়েছি এতো জন শিক্ষার্থী নিয়ে। পরে ৯৯৯ এ কল করে পুলিশকে জানানোর পর তারা আমাদেরকে উদ্ধার করে।

রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহেদুল ইসলাম বলেন, চট্টগ্রাম কলেজ থেকে শিক্ষা সফরে আসা একটি লঞ্চ কাপ্তাই হ্রদের ইয়ারিং এলাকায় চরের মধ্যে আটকে যায়। পরে ৯৯৯-এ কল দেওয়ার পর আমরা জরুরিভাবে তাদের উদ্ধার করে নিয়ে আসি। আমাদের এ কাজে নৌ-পুলিশের সদস্যরাও সহায়তা করেছেন।

Leave A Reply

Your email address will not be published.