The news is by your side.

‘কান চলচ্চিত্র’ উৎসবের লাল গালিচায় উর্বশী , সাজ দেখে ধেয়ে এল কটাক্ষ!

0 56

চোখে নীল রঙের আইশ্যাডো। হেয়ারস্টাইলের কায়দাও বেশ নাটকীয়তার ছোঁয়া৷ সেই সঙ্গে ক্রিস্টালের হেয়ারব্যান্ড৷ অফ শোল্ডার গাউন। তাতে নানা রঙের মিলমিশ।

২০২৫ সালের ‘কান চলচ্চিত্র’ উৎসবের লাল গালিচায় ঠিক এই রূপেই ধরা দিলেন অভিনেত্রী উর্বশী রাউতেলা। কানেও ছিল মানানসই দুল৷ ফ্রান্স ফ্যাশনের শহর। সে দেশে গিয়ে নিজেকে একটু অন্য ভাবেই সকলের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলেন নায়িকা৷ কিন্তু তাঁর সেই চেষ্টার ফল হল তিক্ত। এ দিন অভিনেত্রীর হাতে ছিল প্রায় সাড়ে ৪ লক্ষ টাকার ক্লাচ৷ কিন্তু উর্বশীর সাজ মনে ধরল না অনুরাগীদের।

হাল ফ্যাশনে ‘নো লুক মেকআপ’ হল ট্রেন্ড। মুখে মেকআপ থাকলেও তা বোঝার উপায় থাকবে না। এমন যুগে যদি অভিনেত্রী উল্টোপথে হাঁটেন তা হলে কী করে হয়?

তাঁর এই অতিরিক্ত রূপসজ্জা দেখে ধেয়ে এল একের পর এক কটাক্ষ। কেউ লিখলেন, “জঘন্য সাজ।” কেউ আবার লিখলেন, “উর্বশীকে এড়িয়ে যাওয়াই ভাল হবে।” অনেকে আবার ‘এ আই’ বলে বিদ্রুপও করেন৷  ১৩ মে থেকে শুরু হয়েছে ‘কান চলচ্চিত্র উৎসব’, যা আগামী ১০দিন চলবে।

 

Leave A Reply

Your email address will not be published.