বিশ্বখ্যাত কান চলচ্চিত্র উৎসবের ৭৬তম আসরের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে শনিবার প্রিমিয়ার হতে যাচ্ছে পরীমণি অভিনীত ‘মা’। এ দিন স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে পালে দে ফেস্টিভ্যাল ভবনের পালে-ই থিয়েটারে প্রদর্শিত হবে সিনেমাটি।
ইতোমধ্যে সিনেমার সময়সূচি উৎসবের লিফলেট এবং মার্শে দ্যু ফিল্মের ওয়েবসাইটে দেখা যাচ্ছে। সেই সঙ্গে উৎসব কর্তৃপক্ষ সিনেমা প্রদর্শনের টিকিটও দিয়েছে সংশ্লিষ্টদের হাতে।
‘মা’ সিনেমাটি নির্মাণ করেছেন অরণ্য আনোয়ার। গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন তিনি নিজেই। অরণ্য বলেন, প্রেক্ষাগৃহে সিনেমাটির মুক্তির তারিখ পরিবর্তন করা হলেও নির্ধারিত সময়েই কান চলচ্চিত্র উৎসবে সিনেমাটির প্রিমিয়ার হচ্ছে।
জানা গেছে, ‘ মা’ সিনেমার গল্পটা মুক্তিযুদ্ধের সময়ের। মৃত ঘোষিত সাত মাস বয়সি এক সন্তানকে নিয়ে অসহায় এক মায়ের আবেগের গল্প ফুটিয়ে তোলা হয়েছে পর্দায়।
আগামী ২৬ মে মুক্তি পাবে পরীমণি অভিনীত ‘মা’। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, সেতু, লাবণ্য ও শাহাদাত হোসেন।