The news is by your side.

কানাডায় পালিয়ে থাকা বঙ্গবন্ধুর  খুনিদের ফিরিয়ে নেয়ার দাবি

কানাডা আওয়ামী লীগের আলোচনা সভা

0 690

 

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কানাডা আওয়ামী লীগের আয়োজনে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল গতকাল কানাডায় অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন।

অন্যান্যের মধ্যে কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ডক্টর খলিলুর রহমান ও কানাডা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন,  দেশের ইতিহাস ও স্বাধীনতা যুদ্ধে মুক্তিযুদ্ধাদের অবদান বিভিন্ন দেশে প্রচার করতে হবে।  তারা বলেন,  কানাডায় পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের বাংলাদেশে ফিরিয়ে নিয়ে বিচার কার্যকর করতে হবে।

প্রয়োজনে বিশেষ ব্যাবস্থায় কানাডায় পালিয়ে থাকা খুনিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানান বক্তারা।

Leave A Reply

Your email address will not be published.