বিদ্যা সিনহা মিমের শুরুটাই ছিল ব্লকবাস্টার। লাক্স-চ্যানেল আই সুপারস্টারের খেতাব জেতার সুবাদে বড় পর্দায় তার প্রথম পরিচয় হুমায়ূন আহমেদের সিনেমার নায়িকা হিসেবে। সাবলীল অভিনয়ে মুগ্ধ করেছেন ছোট পর্দার দর্শকদেরও। শুধু কি এ বাংলায়, মিম এখন জনপ্রিয় ওপার বাংলাতেও। প্রায় এক যুগ আগে রুপালি পর্দায় অভিষিক্ত এই অভিনেত্রী ইতিমধ্যেই ঝুলিতে পুরেছেন মেরিল-প্রথম আলো পুরস্কার। সম্মানিত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারে। সৌন্দর্য আর স্টাইল সেন্সও তুলনাহীন তার। লাইট, ক্যামেরা আর অ্যাকশনের বাইরে কেমন এই সুপারস্টার!
প্রিয় পোশাক?
জিনস, শার্ট, টি-শার্ট। যা আরাম, তাই আমার পছন্দ।
প্রিয় রঙ?
গোলাপি। আকাশি আর ফিরোজার মাঝামাঝি রঙটাও আমার খুব পছন্দের।
প্রথম ক্রাশ?
সালমান শাহ। ওনার সব সিনেমা আমি গোগ্রাসে গিলতাম।
নিজের সম্পর্কে শোনা সবচেয়ে মজার রিউমার?
আমি নাকি সেটে দেরি করে পৌঁছাই। অথচ পরে দেখা গেছে, যে এই কথাটা বলেছে, তার সঙ্গে আমি কখনো কাজই করিনি। হা হা হা।
ব্র্যান্ডপ্রীতি আছে?
তা একটু-আধটু আছে। ম্যাক, এস্টি লডার, শ্যানেল, লুই ভিতোঁ থেকে গুচি—সবই আছে আমার কালেকশনে।y
অপ্রকাশ্য প্রতিভা?
আমি ঘর খুব সুন্দর গোছাতে পারি।
প্রিয় ভ্রমণের জায়গা?
কক্সবাজার আর সুইজারল্যান্ড। একই ফ্রেমে গাছ, পাহাড়, সাগর, বরফ—এমন ল্যান্ডস্কেপ দেখতে আমার ভালো লাগে।
কোন প্রসাধনী ছাড়া আপনার চলেই না?
হ্যান্ড আর ফেস ক্রিম। হ্যান্ডব্যাগ, ট্রাভেল ব্যাগ এমনকি গাড়িতেও রাখা থাকে এগুলো।
প্রিয় সোশ্যাল অ্যাপ?
ইনস্টাগ্রাম।
প্রিয় খাবার?
আইসক্রিম, ডাল, আলুভর্তা, ভাত আর বেগুন।
আপনার শখ?
শখের তো শেষ নেই। গাছের খুব শখ আমার। কিন্তু যত্ন নিতে পারি না বলে মায়ের বকা শুনতে হয়।
প্রিয় অভিনেতা, অভিনেত্রী?
তালিকাটা অনেক বড়। সুবর্ণা মুস্তাফা, জয়া আহসান, সালমান শাহ, রিয়াজ, মোশাররফ করিম, জাহিদ হাসান। উনাদের একেকজনের একেক ধরনের কাজ আমার ভালো লাগে। দেশের বাইরে আমির খান, দিপীকা পাডুকোন আর কাজলকে আমার খুব পছন্দ।
কোন ধরনের সিনেমা ভালো লাগে?
যে সিনেমার আগাগোড়া পুরোটা এনজয় করা যায়। একদম পয়সা উশুল সিনেমা।
আপনি কি আবেগপ্রবণ?
অনেক। রাগের পাল্লাটা একটু ভারী। কাউকে বিশ্বাস করে কষ্ট পেতে খারাপ লাগে।
আইডল?
আমার বাবা।
ছেলেবেলায় কী হতে চেয়েছিলেন?
ডাক্তার। হা হা হা।
গিল্টি প্লেজার?
চকলেট আর আইসক্রিম। পরে অবশ্য জিম করে তা পুষিয়ে নিই।
ফ্রিজে সব সময় কী থাকে?
ফল আর জুস। শতভাগ স্বাস্থ্যসম্মত খাবার।
বাসার সবচেয়ে পছন্দের ব্যাপার?
পুরো বাসাটাই আমার পছন্দ। বিশেষ করে ব্যালকনিটা। বাসায় বসে আমি কখনো বোর হই না।
পছন্দের শব্দ?
ও ঈশ্বর! প্রচুর বলা হয় আমার।
আজ থেকে দশ বছর পর নিজেকে কীভাবে দেখতে চান?
আরও ভালো একজন অভিনেত্রী হিসেবে দেখতে চাই।