The news is by your side.

কলেজছাত্রী ধর্ষণচেষ্টা মামলায় পুলিশ পরিদর্শক মিজানুর রহমান কারাগারে

0 229

 

চট্টগ্রামে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় এক পুলিশ পরিদর্শকের (বরখাস্ত) জামিন বাতিল করে তাঁকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ রোববার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–৭ চট্টগ্রামের বিচারক ফেরদৌস আরা এ আদেশ দেন।

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী কফিল উদ্দিন বলেন, মামলাটির যুক্তিতর্ক শুনানির দিন ধার্য ছিল আজ। শুনানি শেষে আদালত আসামি মিজানুর রহমানের জামিন বাতিল করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।

২০১১ সালের ১২ জুলাই নগরের একটি বেসরকারি কলেজের ছাত্রী ও তাঁর এক ছেলেবন্ধু ফয়’স লেকে বেড়াতে গেলে পুলিশ পরিদর্শক মিজানুর তাঁদের জোর করে গাড়িতে তুলে নগরের চকবাজার এলাকার একটি হোটেলে নিয়ে যান। পরে ওই ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মিজানুরের বিরুদ্ধে মামলা করেন মেয়েটির বাবা। পরে মিজানুরকে সাময়িক বরখাস্ত করা হয়।

ওই ঘটনার সময় মিজানুর একটি মামলায় সাক্ষ্য দিতে পাঁচ দিনের ছুটিতে চট্টগ্রামে গিয়েছিলেন। সে সময় তিনি ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানায় পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন মিজানুর।

Leave A Reply

Your email address will not be published.