The news is by your side.

কলকাতায় সালমানের নিরাপত্তায় ৭০০ পুলিশকর্মী

0 118

প্রায় এক যুগ পর কলকাতায় যাচ্ছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান। ইতোমধ্যে এই অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক উন্মাদনা কাজ করছে অভিনেতার ভক্ত-অনুরাগীদের মনে।

সেই সঙ্গে অনুষ্ঠানে সালমানের সুরক্ষায় কলকাতা পুলিশের পক্ষ থেকে বিশেষ নজরদারি ও কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মোতায়েন করা হয়েছে প্রায় ৭০০ পুলিশকর্মী।

সালমানের অনুষ্ঠানের নিরাপত্তায় থাকবেন ৭০০ পুলিশকর্মী। অভিনেতার নিরাপত্তার দায়িত্বে থাকবেন একজন অ্যাডিশনাল পুলিশ কমিশনার, দুজন জয়েন্ট পুলিশ কমিশনার পদমর্যাদার অফিসার ও সাতজন ডিসিসহ ৭০০ পুলিশকর্মী। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে জন্যই এই কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছেন তারা।

পাশাপাশি সিসিটিভি ক্যামেরায় নজরদারিতেও বিশেষ জোর দেওয়া হয়েছে। এ ছাড়া কলকাতায় যাওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা করার পরিকল্পনা রয়েছে সালমানের।

প্রসঙ্গত, কলকাতায় পৌঁছে আলিপুরের একটি ফাইভ স্টার হোটেলে উঠবেন বলিউডের এই ভাইজান। সন্ধ্যায় কলকাতার ইস্টবেঙ্গল ক্লাবের মাঠে জমকালো আয়োজনেই হবে অনুষ্ঠান।

 

Leave A Reply

Your email address will not be published.