The news is by your side.

কলকাতার গায়ক সাকির সঙ্গে বিয়ের পিঁড়িতে নাসির উদ্দীন ইউসুফের মেয়ে

0 651

 

বিয়ের পিঁড়িতে বসলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ ও শিমুল ইউসুফের একমাত্র মেয়ে এশা ইউসুফ। বর তার দীর্ঘদিনের বন্ধু সাকী ব্যানার্জি। গত শুক্রবার কলকাতার ম্যারিয়ট হোটেলে তাদের বিবাহ-উত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এতে এশার মা-বাবা ছাড়াও দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, নৃত্যশিল্পী মিনু হক, রবীন্দ্রসংগীতশিল্পী ফারহিন খান জয়িতা, ও মঞ্চ অভিনেতা মোস্তাফিজ শাহীন।

মুঠোফোনে এশা ইউসুফ বলেন, ‘পুরোপুরি পারিবারিকভাবে আমাদের বিয়ের আয়োজন হয়। মা-বাবা খুব খুশি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

এশা ইউসুফ বাংলাদেশের একজন মঞ্চ অভিনেত্রী,  নির্মাতা ও প্রযোজক। সাকি ব্যানার্জি কলকাতার সাংস্কৃতিক অঙ্গনে পরিচিত মুখ। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনেও তাঁর উজ্জ্বল বিচরণ দেখা যায়। ২০১৮ সালে সেলিম আল দীনের ‘পুত্র’ নাটকটি মঞ্চে নিয়ে আসে ঢাকা থিয়েটার। তখন মঞ্চনাটকে সংগীতায়োজন করেন সাকি। অনলাইন প্ল্যাটফর্ম বায়োস্কোপের ‘গার্ডেন গেম’-এর সংগীতায়োজন করেছেন তিনি।

Leave A Reply

Your email address will not be published.