করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মাদারীপুরের শিবচর উপজেলায় সব দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও স্থানীয় পরিবহন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।
বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা সিভিল সার্জন অফিসার ডা. শফিকুল ইসলাম ও শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
ইউএনও মো. আসাদুজ্জামান বলেন, জনসমাগম এড়াতে সকল দোকান পাট, ব্যবসা প্রতিষ্ঠান ও লোকাল পরিবহন অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। তবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান খোলা থাকবে।