The news is by your side.

করোনাভাইরাসের পেছনে মার্কিন গোয়েন্দা সংস্থার (সিআইএ) হাত রয়েছে !

0 601

 

 

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পেছনে হাত রয়েছে যুক্তরাষ্ট্রের! এমন গুজব ছড়াচ্ছে রাশিয়া, অভিযোগ যুক্তরাষ্ট্রের

মার্কিন কর্মকর্তারা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, হাজার হাজার রাশিয়া-সংযুক্ত সামাজিক অ্যাকাউন্টের মাধ্যমে করোনাভাইরাস নিয়ে নতুন করে আতঙ্ক ছড়ানোর চেষ্টা চলছে।

খবরে বলা হয়েছে, ভুয়া ফেসবুক, টুইটার ও ইন্সটাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। গুজবে বলা হচ্ছে, করোনাভাইরাসের পেছনে মার্কিন গোয়েন্দা সংস্থার (সিআইএ) হাত রয়েছে।

এনিয়ে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত উপ-পররাষ্ট্র মন্ত্রী ফিলিপ রিকার বার্তা সংস্থা এএফপির কাছে অভিযোগ করে বলেছেন, করোনাভাইরাসের উৎস সম্পর্কে রাশিয়া ভুল তথ্যের বীজ বুনতে চেষ্টা করছে।

তবে করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে সামাজিক মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগ নাকচ করে দিয়েছে রাশিয়া।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা রাশিয়ার সংবাদ সংস্থা তাসকে বলেছেন, এটা একেবারেই ভিত্তিহীন মিথ্যা গল্প।

এদিকে চীনের মূল ভূখণ্ডে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৭৬ হাজার ২শ ৮৮ জনে দাঁড়িয়েছে । পাশপাশি চীনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩ শ ৪৫ জনে।

 

 

 

Leave A Reply

Your email address will not be published.