The news is by your side.

করন জোহরের ছবিতে কাজ পাওয়ার শর্তে আলিয়াকে বিয়ে করেন রনবীর!

0 137

 

২০২২ সালে বলিপাড়ায় বেজে উঠেছিল বিয়ের সানাই। ভট্ট পরিবারের কন্যা আলিয়া ভট্ট এবং কপূর পরিবারের পুত্র রণবীর কপূর সাত পাকে বাঁধা পড়েছিলেন ১৪ এপ্রিল। ওই বছর নভেম্বর মাসে কন্যাসন্তানেরও জন্ম দেন আলিয়া। কিন্তু রণবীর এবং আলিয়ার এই বিয়েটাই নাকি ‘ভুয়ো’! এমনটাই দাবি করলেন বলিপাড়ার প্রথম সারির এক অভিনেত্রী।

চলতি মাসেই রণবীর তাঁর মা নীতু কপূরের জন্মদিন পালন করতে ইটালি গিয়েছিলেন। রণবীর এবং নীতুর পাশাপাশি এই পারিবারিক সফরে যোগ দিয়েছিলেন নীতুর কন্যা ঋধিমা কপূর সহানি এবং ঋধিমার স্বামী।

কপূর পরিবারের সকলে উপস্থিত থাকলেও নীতুর জন্মদিনে ছিলেন না আলিয়া এবং তাঁর কন্যা রাহা। ইনস্টাগ্রামে নীতুকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা জানিয়েছিলেন অভিনেত্রী। এই ঘটনার পরেই রণবীর এবং আলিয়ার বিয়ে নিয়ে মন্তব্য করে প্রচারে আসেন বলি অভিনেত্রী কঙ্গনা রানাউত।

নাম উল্লেখ না করে কঙ্গনা দাবি করেন, রণবীর এবং আলিয়া দু’জনে একই বাড়িতে থাকলেও তাঁরা একই ঘরে থাকেন না। দু’জন দু’টি আলাদা তলায় থাকেন বলে দাবি করেন কঙ্গনা।

আলিয়া এবং রণবীরের বিয়ের নেপথ্যে যে এক বলি পরিচালকের হাত রয়েছে তা-ও জানালেন কঙ্গনা।

কঙ্গনার দাবি, বলি পরিচালক কর্ণ জোহর নাকি রণবীরকে বিয়ে করার শর্ত দিয়েছিলেন। আলিয়াকে বিয়ের পরিবর্তে তিন পর্বের একটি ফিল্ম সিরিজ়ে অভিনয়ের জন্য রণবীরকে প্রস্তাব দেন কর্ণ।

নিজের কেরিয়ার তৈরির লোভে, ছবির প্রচারের জন্য নাকি আলিয়াকে বিয়ে করেন রণবীর। এমনটাই দাবি করেন কঙ্গনা।

রণবীর নাকি আলিয়ার সঙ্গে বিয়ে করে সুখী নন, দাবি কঙ্গনার। এই বিয়ে থেকে নাকি কোনও মতে পালিয়ে বাঁচাতে চাইছেন রণবীর।

এমনকি কঙ্গনার সঙ্গে মেসেজের মাধ্যমে কথা বলার চেষ্টা করেছেন রণবীর বলে দাবি অভিনেত্রীর।

কঙ্গনা বলেন, ‘‘রণবীরের এখন কিছুই করার নেই। এটা ভারত। এখানে কেউ এক বার বিয়ে করলে তাঁকে সারা জীবন দায়িত্ব পালন করে যেতে হয়।’’

রণবীর এবং আলিয়ার সম্পর্ক নিয়ে কঙ্গনা মন্তব্য করার পর নিজেই কটাক্ষের শিকার হন অভিনেত্রী। নেটব্যবহারকারীরা কঙ্গনাকে উদ্দেশ করে বলেন, ‘‘আলিয়া এবং রণবীরকে নিয়ে কঙ্গনার সমস্যা রয়েছে। ওঁদের নামে খালি খারাপ কথাই বলেন অভিনেত্রী। আলিয়ার প্রতিটি ছবি নিয়েও খারাপ কথা বলেছেন কঙ্গনা।’’

Leave A Reply

Your email address will not be published.