The news is by your side.

করণ জোহারকে মুখের উপর ‘না’ শাহরুখ-পুত্র আরিয়ানের!

বাবার মতো অভিনেতা হতে চান না আরিয়ান।

0 132

লাইট-ক্যামেরা-অ্যাকশনের সামনে নয় বরং পিছনে থেকেই ইন্ডাস্ট্রিতে কাজ করতে ইচ্ছুক তিনি। সেই কারণে বড় পরিচালকদের একের পর এক প্রস্তাবে কোনওভাবেই রাজি হচ্ছেন না শাহরুখ-পুত্র।

সম্প্রতি করণ জোহার আগামী ছবিতে নায়কের চরিত্রের জন্য আরিয়ানকে প্রস্তাব দেন। মুখের উপর তাঁকে না বলেন আরিয়ান। কিছুদিন পরিচালক অপেক্ষা করেছিলেন, ভেবেছিলেন হয়তো আরিয়ানের মত বদলাতে পারে। কিন্তু সেই অপেক্ষাও বিফলে গেছে।

শুধু করণ জোহর নন, পরিচালক জোয়া আখতারও ‘দ্য আর্চিস’-এর জন্য আরিয়ানকে প্রস্তাব দিয়েছিলেন। তাতেও অভিনয় করতে নারাজ হন তিনি। উল্লেখ্য, এই ছবির হাত ধরেই বলিউডে অভিষেক ঘটতে চলেছে সুহানা খানের।

বি টাউনের অন্দরমহলে আরিয়ানের এমন সিদ্ধান্তের কথাও ছড়িয়ে পড়েছে। শোনা গেছে, অভিনয়ে নয়, বরং পরিচালনা এবং চিত্রনাট্য লেখার প্রতি তাঁর ঝোঁক বেশি। ইদানিং কয়েকটি সিরিজের চিত্রনাট্য লিখছেন তিনি। যেগুলো ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে।

 

Leave A Reply

Your email address will not be published.