The news is by your side.

কমিউনিটি ক্লিনিকের জন্য  ২৫০ কোটি টাকার ওষুধ কিনবে সরকার

0 129

দেশের কমিউনিটি ক্লিনিকের জন্য ২৫০ কোটি টাকার ওষুধ ক্রয় করবে সরকার। এসেনসিয়াল ড্রাগস কম্পানি লিমিটেডের কাছ থেকে ওষুধগুলো ক্রয় করা হবে।

বুধবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে কমিউনিটি ক্লিনিকের জন্য ওষুধ কেনার অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সচিব সাঈদ মাহবুব খান বিস্তারিত জানান।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সচিব সাঈদ মাহবুব খান বলেন, স্বাস্থ্য সেবা বিভাগের অধীন কমিউনিটি বেজড হেলথ কেয়ার কর্তৃপক্ষ (সিবিএইচসি) কর্তৃক দেশে ১৪ হাজার ২০০টি কমিউনিটি ক্লিনিকের জন্য ওষুধ কেনা হবে। সরাসরি ক্রয় পদ্ধতিতে ২৭ প্রকার ওষুধ সম্বলিত প্রতি কার্টন ওষুধ ২২ হাজার ১৬৪ টাকা হিসাবে ১ লাখ ১২ হাজার ৭৯০ কার্টন ওষুধ কেনা হবে।

ওষুধ ক্রয়ে মোট ব্যয় হবে ২৪৯ কোটি ৯৯ লাখ ৮৫ হাজার ৯৫১ টাকা। সরকারি প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কম্পানি লিমিটেডের কাছ থেকে ক্রয়ের অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি।

Leave A Reply

Your email address will not be published.