The news is by your side.

কমনসেন্স থাকলে আমাকে কেউ দোষ দেবে না: সুনেরাহ

0 161

 

চিত্রনায়ক শরিফুল রাজের ফেসবুক থেকে ‘গোপন’ ভিডিও ফাঁসের ঘটনায় সবচেয়ে বেশি সমালোচিত হয়েছেন ‘ন ডরাই’খ্যাত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। আর এ ঘটনার পর পরই প্রকাশ্যে আসে রাজ-পরী দম্পতির ব্যক্তিজীবনের নানা বিষয়। তাদের সংসারজীবন এখন বিচ্ছেদের পর্যায়ে। ভিডিও ও ছবি ফাঁসের পর পরই ফেসবুকে এক পোস্ট দেন সুনেরাহ। তবে সেখানে ভিডিওগুলো প্রসঙ্গে খুব একটা কথা না বললেও অভিযোগের আঙুল তোলেন শরিফুল রাজের স্ত্রী পরীমনির দিকে।

সম্প্রতি রাজধানীর বারিধারায় সাংবাদিকদের সঙ্গে সুনেরাহ অভিনীত সিনেমা ‘অন্তর্জাল’নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সেখানে উপস্থিত ছিলেন সুনেরাহ। অন্তর্জাল নিয়ে কথা বলার পাশাপাশি সাম্প্রতিক এ ইস্যু নিয়েও কথা বলেন এ অভিনেত্রী। জানিয়ে দেন তাকে নিয়ে যে বিষয়ে চর্চা হচ্ছে তা তিনি ডিজার্ভ করেন না।

সুনেরাহ বলেন, বন্ধুমহলে দুষ্টুমির ছলে করা ভিডিও এভাবে প্রকাশ্যে আসবে তা কোনো দিন কল্পনায়ও ছিল না তার।

অভিনেত্রী বলেন, ‘সিনেমা নিয়ে আলোচনা-সমালোচনা করুন। ব্যক্তিগত জীবন নিয়ে নয়। বর্তমান ভাইরাল প্রসঙ্গ নিয়ে আগেই বক্তব্য ক্লিয়ার করেছি।

নতুন করে কিছু বলতে চাই না। আমি কাজ নিয়ে বিজি থাকি, পড়াশোনা করি, কাজকে ভালোবাসি। এর বাইরে সময় পেলে সিনেমা দেখি আর ঘুমাই। শুরুর দিকে আমি হয়তো একটু এলোমেলো ছিলাম। তবে এখন সব গুছিয়ে নিয়েছি।’

ভাইরাল হওয়া ওই ভিডিওতে সুনেরাহ নিজের ব্যবহৃত ভাষা নিয়েও দুঃখ প্রকাশ করেন তিনি। বলেন, ‘যাদের কমনসেন্স আছে, তারা আমাকে দোষ দিয়ে কথা বলবে না। আমি কিছুই করিনি। আমি আগে যে সুনেরাহ ছিলাম, এখন আর তা নেই। আমি ভাইরাল ভিডিওতে যে ভাষা ব্যবহার করেছি, তার জন্য সবার কাছে স্যরি! পরীমনি আমাকে দোষারোপ করছে, এটা একটা স্টুপিডিটি। দরকার হলে রাজের আইডির লোকেশন চেক করা হোক। আর সেই সময়ে আমি কোথায় ছিলাম সেই লোকেশনটাও মিলিয়ে দেখা হোক।’

ভিডিও নিয়ে কোনো আইনি পদক্ষেপ নেবেন না জানিয়ে সুনেরাহ বলেন, ‘কোনো আইনি পদক্ষেপ নেব না। আমি আমার অবস্থান ক্লিয়ার করে দিয়েছি। এটাই যথেষ্ট।’

Leave A Reply

Your email address will not be published.