The news is by your side.

কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে অবাধ-সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার করেছে আ.লীগ

0 85

কমনওয়েলথের নির্বাচনী পর্যবেক্ষক প্রতিনিধি দলকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের অঙ্গীকার করেছে আওয়ামী লীগ। শুক্রবার সকালে রাজধানীর একটি হোটেলে পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠকে এ অঙ্গীকার করেন দলটির নেতারা।

সকাল ৮টার পরই হোটেলে যান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর আগে সেখানে উপস্থিত হন দলটির অন্যা নেতারা।

বৈঠকে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান সাবেক অ্যাম্বাসেডর জমির উদ্দিন, দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, অর্থ বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ এ আরাফাত অংশ নেন। প্রধানমন্ত্রী জলবায়ু বিষয়ক বিশেষ দূত সাবের হোসেন চৌধুরী ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলও বৈঠকে ছিলেন।

বৈঠকে ১০ সদস্যের কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেন টিম লিডার জ্যামাইকার সাবেক প্রধানমন্ত্রী ওরিয়েট ব্রুস গোল্ডিং।

 

Leave A Reply

Your email address will not be published.